কোনটির চলতি মূলধন দরকার হয় না?
গড় মুনাফা হারের সূত্র কোনটি?
উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও : মুন্না অ্যান্ড সঙ্গ ২,০০,০০০ টাকা ব্যয়ে একটি মেশিন ক্রয় করতে চায়। মেশিনটির অনুষ্কাল ৫ বছর। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে ২০,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ কত?
প্রকল্পটির গড় বিনিয়োগ কত?
কোন হিসাবের গ্রাহকরা জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ পায়?
ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক আমানতের উদ্দেশ্য ও
গুরুত্ব হলো-
i.আমানত গ্রহণ
ii. বিনিয়োগ
iii. বৈদেশিক বিনিময়
নিচের কোনটি সঠিক?
সকল ধরনের ব্যাংকিং সুবিধা পাওয়া যায় কোন হিসাবে?
ADB এর পূর্ণরূপ কী?
কোন ব্যাংকিং সকলের কাছে নিরাপদ?
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কার্যালয় কোথায়
"অবস্থিত?
রুল ৭২ অনুযায়ী ১২% সুদে ১০,০০০ টাকা কত বছরে
২০,০০০ টাকা হবে।
কোন ধরনের হিসাবে গ্রাহককে চেকবই প্রদান করা হয় না।
পরিচালন ব্যয় হলো-
i. বিমা সেলামী
ii.মজুরি ও বেতন
iii. অফিস ভাড়া
ঝুঁকি বেশি হলে মুনাফা-
ক" ব্যাংক জনগণের অর্থ আমানত রাখে ও অধিক সুদে ঋণ দেয়। এটি সুনাম বৃদ্ধির মাধ্যমে স্থায়ীভাবে ব্যাংক
ব্যবসায় টিকে থাকতে চায়।
ক” ব্যাংকটির প্রধান উদ্দেশ্য কী?
ক" ব্যাংকটি সুনাম বৃদ্ধিতে করণীয় হলো——
i.লকার ভাড়া দেওয়া
ii.সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদান
iii. দক্ষতা উন্নয়
ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র কোনটি?
আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র কোনটি?
রাজিব ব্যাংকে ১০০ টাকা জমা দিয়ে ১০% চক্রবৃদ্ধি সুদে ৪ বছর পর কত টাকা পাবে?
দেশের উন্নয়নে যে সব প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করা
i.ADB
ii.IDB
iii.World BANK
কোন হিসাবে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যায়?
ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়
i. বহুমুখী সেবা
ii. আয়ের উৎস
iii. ঋণ সুবিধা
জনাব মাহিম বার্ষিক ১০% মুনাফায় ৫,০০,০০০ টাকা
ABC ব্যাংকে জমা রাখতে চান। তার বন্ধুর প্রস্তাব ছিল টাকার জমি কিনলে ৬ বছর পর তার বিনিয়োগকৃত টাকা বিষণ্ণ হবে। তিনি তার বন্ধুর প্রস্তাবটি গ্রহণ করেছেন।
জনাব মাহিম ৬ বছর পর কত টাকা মুনাফা পাবে?
উদ্দীপক অনুযায়ী-
i. জমি ক্রয়ের ক্ষেত্রের সুদের হার ৯%
ii. জনাব মাহিমের সুযোগ ব্যয় ১০%
iii জনাব মাহিমের বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক
কিসের মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনা কাটা করতে পারে?
বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল-
i.ব্যাংকের আজ্ঞাপত্র
ii.প্রত্যয়ন পত্র
iii.ট্রেজারি চালান
বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কী?
ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তরের ক্ষেত্রে m এর মান যত বেশি হবে, বর্তমান মূল্য তত—
X” ব্যাংক ৬ বছরে দ্বিগুণ শর্তে জনগণের নিকট থেকে টাকা নিচ্ছে। এতে সুদের হার কত?
ক" প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৬০,০০০ টাকা, যা আগামী ৫বছরে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে যথাক্রমে ৮,০০০, ১২,০০০, ২৫,০০০, ২০,০০০ এবং ২১,০০০ টাকা।
" ক"প্রকল্পটির ৩য় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ কত হবে?
IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত
কোনটির ক্ষেত্রে অর্থের সময়গুলোর গুরুত্ব অপরিসীম?
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও :
সম্প্রতি আমাদের দেশে তৈরি পোশাক শিল্পের ব্যাপক প্রসার ঘটায় এই শিল্পের শ্রমিকদের উন্নতিকল্পে গাজীপুরের পোশাক শিল্প এলাকায় “লেবার ওয়েলফেয়ার ব্যাংক” নামে একটি নতুন ব্যাংক চালু হতে যাচ্ছে।
শ্রমিকদের জন্য বিশেষ এই ব্যাংকটি ব্যাংকের কোন শ্রেণি-বিভাগের অন্তর্গত?
উদ্দীপকের ব্যাংকটি স্থাপিত হলে—
i.শ্রমিকদের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি হবে
ii.শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি পাবে
iii. শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে
পণ্য বৈচিত্ৰ্যায়ন বলতে কী বুঝায়?
ব্যাংকের কোন হিসাবের আমানতকারী সুদ পায় না?
প্রাইভেট ব্যাংক গঠনে সর্বনিম্ন কতজন পরিচালক সরকার হয়?
একজন চাকরিজীবী ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহক পরিচিতি ফরমে উল্লেখ করবে—
i.ব্যয়ের খাত
ii.আয়ের উৎস
iii.কর্মস্থলের ঠিকানা
অর্থায়ন ব্যবসায়ের কী?
কোন দশকে বিশ্বব্যাপী আমদানি রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়?
অর্থের বহিঃপ্রবাহের সাথে জড়িত-
i.কাঁচামাল সংগ্রহ
ii. পরিচালন ব্যয় নির্বাহ
iii.সেবা প্রদান
বার্ষিক সুদের হার ৫% হলে ১ বছর পরে ১০০০ টাকার বর্তমান মূল্য কত?
ব্যাংক তহবিলের প্রাথমিক ও প্রধান উৎস কোনটি?
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রাতুল তার সঞ্চিত ৫ লক্ষ টাকা বার্ষিক ৬% হার সুদে ব্যাংকে বিনিয়োগ করতে চাইলে বন্ধুর পরামর্শে নিজ এলাকায় জমি ক্রয় করেন, যার মূল্য ৮ বছর পর দ্বিগুণ হয়।
জনাব রাতুলের জমি ক্রয়ের সুযোগ ব্যয় কত?
জনাব রাতুলের-
i. বন্ধুর পরামর্শ যুক্তিযুক্ত ছিল সিদ্ধান্ত গ্রহণে রুল ৭২ এর প্রয়োগ হয়েছে
ii. ব্যাংকে টাকা রাখা অধিক লাভজনক ছিল।
iii. বন্ধুর পরামর্শ যুক্তিযুক্ত ছিল
বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ কোনটি?
মি. বাশার "নদীয়া ব্যাংক"- এ অর্ধ-বার্ষিক চক্রবৃদ্ধিতে ৫ লক্ষ টাকা জমা রাখেন। এক্ষেত্রে m এর মান কত?
বৈদেশিক লেনদেন নিষ্পত্তির জন্য কোন ব্যাংক প্রতিষ্ঠিত?
শিল্প কারখানা নির্মাণের জন্য ঋণ প্রদান করে কোন ব্যাংক?
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
গাড়ি ব্যবসায়ী মি. আবিরের কুয়াশা ব্যাংকে একটি হিসাব আছে যার মাধ্যমে তিনি ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করেন। তিনি নিয়মিত জাপান থেকে গাড়ির যন্ত্রাংশ আমদানি করেন।
মি. আবিরের কুয়াশা ব্যাংকে কোন হিসাব আছে?