উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
গাড়ি ব্যবসায়ী মি. আবিরের কুয়াশা ব্যাংকে একটি হিসাব আছে যার মাধ্যমে তিনি ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করেন। তিনি নিয়মিত জাপান থেকে গাড়ির যন্ত্রাংশ আমদানি করেন।
মি. আবিরের কুয়াশা ব্যাংকে কোন হিসাব আছে?
সবজি বিক্রেতা রহিম শুধু পেঁপে বিক্রি করাতে তেমন লাভজনক না হওয়ার অর্থায়নের কোন নীতির লঙ্ঘন হয়েছে ?