স্বাধীন বেভারেজ লি. এর ৪ বছর মেয়াদি প্রকল্প 'নীর' এর প্রত্যাশিত নিট মুনাফা যথাক্রমে ৫০,০০০ টাকা, ৬৮,০০০ টাকা, ২৮,০০০ টাকা ও ২৬,০০০ টাকা। 'নীর' প্রকল্পটির গড় মুনাফা কত?
ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলি হলো-
i. মূলধন গঠন
ii. সুনাম অর্জন
iii. সামাজিক অবদান
নিচের কোনটি সঠিক?
উদ্দীপক অনুযায়ী-
i. বন্ধুর ক্ষেত্রে সুদের হার ৯%
ii. হাকিমের সুযোগ ব্যয় ১২%
iii. হাকিমের বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক
মোট মুনাফা থেকে তহবিলের উৎস বাবদ খরচও ব্যয় বাদ দিলে কী পাওয়া যায়?
বাল্ক মডুলাসের একক কোনটি?
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
গাড়ি ব্যবসায়ী মি. আবিরের কুয়াশা ব্যাংকে একটি হিসাব আছে যার মাধ্যমে তিনি ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করেন। তিনি নিয়মিত জাপান থেকে গাড়ির যন্ত্রাংশ আমদানি করেন।
মি. আবিরের কুয়াশা ব্যাংকে কোন হিসাব আছে?