ইংরেজ শরীর তত্ত্ববিদ ব্ল্যাকম্যান কর্তৃক আবিষ্কৃত প্রক্রিয়া কোনটি?
মেয়েদের রজনিবৃত্তিকাল সাধারণত কত বছর বয়স থেকে শুরু হয়?
DNA-এর ডাবল হেলিক্সের ব্যাস কত A?
রক্তের অদ্রবণীয় প্রোটিন, যা দ্রুত সুতার মতো জাল তৈরি করে, তাকে কী বলে?
কোন গ্রুপধারী ব্যক্তিদেরকে সর্বজনীন রক্তদাতা বলা হয়?
পৃথিবীতে জীবনের উৎপত্তির মূল কারণ হলো-
i. সমুদ্রের পানি
ii. নিউক্লিও প্রোটি
iii. মিথেন, অ্যামোনিয়া ইত্যাদি
নিচের কোনটি সঠিক?
এণ্ডোম্পার্ম কোষ হলো-
কোষ বিভাজনের শেষ পর্যায়ের গঠম্মুখ স্তূপ জরায়ুতে পৌঁছানোর পর্যায়কে কী বলে?
উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
C6H12O6+O2→enzymeCO2+H2O+ATP
উল্লিখিত বিক্রিয়ায় মোট কতটি ATP উৎপন্ন হয়?
বিক্রিয়াটি -
i.উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে
ii.প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে
iii. কিছু কিছু অনুজীবে সংঘটিত হয়
বায়ুতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়?
স্ট্রোমা কোনটির অংশ?
মধুতে আঙ্গুর ডুবিয়ে রাখলে কী হবে?
কোন খাবার অতিরিক্ত গ্রহণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়?
ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান কোনটি?
উদ্দীপকের আলোকে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
প্রজ্ঞার কোষ্ঠকাঠিন্য হওয়ায় ডাক্তারের পরামর্শে সে বিশেষ ধরনের খাদ্য গ্রহণ করলো।
প্রজ্ঞার আহারকৃত খাদ্যটি কী হতে পারে?
প্রজ্ঞার আহারকৃত খাদ্যের উপাদান মূলত-
i.সেলুলোজ
ii.লিগনিন
iii.স্ট্রাচ
কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি?
মনির লাল বা সবুজ পার্থক্য করতে পারে। না। মনিরের উল্লিখিত সমস্যার জন্য দায়ী। জিনের অবস্থান কোথায়?
গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে?
কোনগুলো DNA ও RNA উভয়টিতে উপস্থিত?
নুজহাতের রক্তের গ্রুপ O। সে কোন গ্রুপের রক্ত নিতে পারবে?
আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কোনটি?
কয় মাস পর এইডস রোগের লক্ষণ প্রকাশ পায়?
উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
মতিন তামাক পাতায় এক ধরনের মোজাইক রোগ দেখতে পেল।
উল্লিখিত রোগটির ভাইরাসের বংশগতিয় বস্তুতে কী থাকে?
উল্লিখিত রোগের ভাইরাসের বংশগতিয় বস্তুতে বন্ধন বিদ্যমান-
i. A-T
ii. G-C
iii. A=U
কিডনি বিকল হলে রক্তে কোনটির পরিমাণ বৃদ্ধি পায়।
উদ্দীপকের আলোকে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
রাশেদ সকালের নাস্তায় ডিম ভাজি দিয়ে রুটি খেল। এতে শর্করা 60 gm, আমিষ 18gmএবং স্নেহ পদার্থ 5 gm
রাশেদ আমিষ থেকে কত কিলোক্যালরি শক্তি পাবে?
রাশেদ নাস্তা থেকে মোট কত কিলোক্যালরি শক্তি পাবে?
দ্বি-শর্করার উৎস কোনটি?
আদি প্রকৃতির কোষে কোনটি উপস্থিত?
উদ্দীপকের আলোকে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
উদ্ভিদ CO2, বিজারণে ১ম স্থায়ী পদার্থ ফসফোগ্নিসারিক এসিড
F উদ্ভিদ : CO, বিজারণে ১ম স্থায়ী পদার্থ অক্সালো এসিটিক এসিড
উদ্ভিদ হলো-
i. পালং শাক
ii.ভুট্টা
iii. আলু
E ও F উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i.E উদ্ভিদে শর্করা বেশি উৎপন্ন হয়।
ii. উদ্ভিদে একই সাথে CCL চক্র সংঘটিত হয়
iii. E উদ্ভিদের উৎপাদন F উদ্ভিদের তুলনায় কম
টিউনিকা মিডিয়া কী দিয়ে তৈরি?
সাইটোপ্লাজম সবাত শ্বসনের কোন ধাপের সঙ্গে সম্পৃক্ত?
ক্লোরোফিলের প্রধান উপকরণ কোনটি?
পরাগরেণুর জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি পুংজনন কোষ সৃষ্টি করে?
নিচের কোনটি দেহে বিপাকীয় ও শারীরবৃত্তীয় কাজে সহায়তা করে?
উক্ত অংশটি হঠাৎ অকেজো হতে পারে—
i. তীব্র ডায়রিয়ায়
ii. অতিরিক্ত রক্তক্ষরণে
iii. কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায়
RNA-তে ইউরাসিল' থাকে কোনটির পরিবর্তে?
কোনটি বংশগতিকবস্তু?
কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত?
জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটি?
চিত্র-B
i. জীবাণুকে ধ্বংস করে
ii. হরমোন উৎপাদন করে
iii. কখনো কোষকে মেরে ফেলে
রক্তে রক্তরসের পরিমাণ কত?
কোনটি পাকস্থলীর পেশীর কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
সালোকসংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা কোনটি?
কোনটিতে সৌরশক্তি স্থিতি শক্তিরূপে সঞ্চিত থাকে?
কয় সপ্তাহ পর ভ্রুণকে ফিটাস বলা হয়?
উদ্দীপকের আলোকে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
স্বাভাবিক রাকিবের সাথে বর্ণান্ধ হেলেনার বিয়ে হয়।
তাদের ছেলে সন্তান হলে কত ভাগ বর্ণান্ধ হবার সম্ভাবনা?