জননকোষের ক্রোমোজোম সংখ্যা কতটি?
'A' চিহ্নিত পদার্থটি-। বায়ুমণ্ডলে ০.০৩%
ii.বায়ুতে বেড়ে গেলে প্রক্রিয়াটির হার কমে
iii. পানিতে ০.৩% থাকে
নিচের কোনটি সঠিক?
খাদ্য পিরামিডের নিচের স্তরে খাদ্য উপাদান কোনটি?
নিচের কোন খাদ্যের শ্বেতসার সহজে হজম হয়?
ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত প্রবেশ করে কোনটির মাধ্যমে?
প্রস্বেদনের হার বৃদ্ধির সাথে কোনটি সম্পর্কিত-
চিত্র A-এর-
i. অন্তগাত্র ঝিল্লি দ্বারা আবৃত
ii. অবস্থান স্বরযন্ত্রের উপরে
iii. প্রাচীর তরুণাস্থি দ্বারা গঠিত
অম্লীয় সূত্র সৃষ্টি হয় কোনটি খেলে?
জানু'-তে কোন অস্থিসন্ধি বিদ্যমান?
W ও Z উভয়েই-
i.রেনাল করপাসল তৈরি করে
ii. একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি
iii. রক্তকে পরিযুত করে
ফুল ফোটাতে এবং বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমায় কোন হরমোন?
বয়ঃসন্ধিকালের কত বছর পর মেয়েরা প্রজনন ক্ষমতা লাভ করে?
অধিকমাত্রায় কোলেস্টেরল থাকে কোন খাদ্যে?
DNA ও RNA এর নাইট্রোজেন বেসের ভিন্নতা হয় কোনটির কারণে?
লাইকেনে সহাবস্থান করে-
উদ্ভিদের ম্যাক্রো উপাদান কোনটি?
বৃক্কে ছাঁকনির কাজ করে কোনটি?
ছকের আলোকে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
ছকে কোন উপাদানটি কাণ্ড দুর্বল হওয়া রোধ করে?
ছকে উল্লিখিত A, B ও D উপাদানগুলোর অভাবে-
i. উদ্ভিদের বৃদ্ধি কমে যায়
ii. উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার কমে যা
iii. পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক
কোনটি টিস্যু কালচারের রোগ প্রতিরোধী চারা?
টেনডন এর বৈশিষ্ট্য কোনটি?
নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়।
কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে
বাস্ট ফাইবার এর ক্ষেত্রে কোনটি সঠিক?
পরাগরেণু অঙ্কুরিত হয়ে গঠন করে-
i. প্রতিপাদ কোষ
ii.জেনারেটিভ কোষ
iii. নালি কোষ
বৃক্কের তন্তুময় আবরণবেষ্ঠিত অংশকে বলে-
প্রক্রিয়াটিতে-
i. ডিম্বক বীজে পরিণত হয়
ii. স্পোরোফাইটের সৃষ্টি হয়
iii. দ্বিনিষেক সম্পন্ন হয়
"Y" এর সঙ্গে সংযুক্ত পেশিগুলোতে-
i. ইচ্ছাধীন স্নায়ুর প্রভাব আছে
ii. ইচ্ছাধীন পেশির প্রভাব আছে
ii. দেহের জন্য শক্তি সহ্য করে
যক্ষ্মার জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?
উক্ত প্রদর্শিত উপাদানটি শরীরে-
i.রোগজীবাণু ধ্বংস করে
ii.কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে
iii.iii. অ্যান্টিবডি তৈরি করে
ফুলের রেণুর কারণে কোন রোগটি হতে পারে?
শুক্রাশয় হতে নির্গত হরমোন কোনটি?
ব্যাঙ কোন স্তরের খাদক?
C3-উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটি?
মিয়োসিস কোষ বিভাজনে-
i.প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে
ii. মস উদ্ভিদের জাইগোটে ঘটে
iii. অঙ্গজ প্রজনন সাধিত হয়
'x' চিহ্নিত অংশ-
i. হাঁটতে সাহায্য করে
ii. সাইকেল চালাতে সাহায্য করে
iii. কথা বলতে সাহায্য করে।
মানব শরীরে প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণকারী গ্রন্থি-
i. আইলেটস অব ল্যাঙ্গারহেন্স
ii. থাইরয়েড
iii. পিটুইটারি
শর্করার মৌলিক উপাদান হাইড্রোজেন, অক্সিজেন এবং অন্যটি কী?
উদ্দীপকের আলোকে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
মানব শরীরে বিভিন্ন ধরনের আন্ত্রিক সমস্যার কারণে অজীর্ণতা, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক ইত্যাদি রোগ হয়।
আমাশয় রোগের জীবাণুর নাম কী?
উল্লিখিত রোগগুলোর ফলে-
i. চোখের দৃষ্টিশক্তি কমে যায়
ii. পেটে রাখা, বদ হজম ও পাকস্থলীতে সংক্রমণ হয়
iii. পায়খানা শক্ত হয়, মলত্যাগে কষ্ট হয়
ভিটামিন 'ডি' এর অভাবে কোন রোগটি হয়?
অবাত শ্বসন সাধারণত দেখা যায়-
i. ইস্টে
ii . শৈবালে
iii. ব্যাকটেরিয়ায়
একজন সাধারণ মানুষ প্রতিদিন প্রায় কত মিলিলিটার মূত্র ত্যাগ করে?
বাঙালী বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের গণের নাম কী?
ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি?
মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানের জলীয় পদার্থের নাম কী?
রক্তে কোন পদার্থের বৃদ্ধিতে কিডনি বিকল হয়ে যায়?
জাইলেম ফাইবার কোষগুলো-
i. লম্বা, প্রান্ত সৰু
ii. প্রোটোপ্লাজম থাকে না
iii. দৃঢ়তা প্রদান করে
রক্তরসের মধ্যে শতকরা কতভাগ পানি থাকে?
উদ্ভিদকোষের ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য কোন উপাদানটি বেশি প্রয়োজন?