মূলরোম দিয়ে শোষিত পানি কোন কোষের মাধ্যমে পাতায় পৌঁছায়?
হিস্টামিন নিঃসৃত করে নিচের কোনটি?
নিচের কোন অঙ্গটি লবণ ও পানির সমতা রক্ষা করে ?
কিডনি বিকল হলে ---
চিত্রের জীবটির নাম কী?
চিত্রের জীবটির কোষে অনুপস্থিত –
i. মাইটোকড়িয়া
ii. রাইবোজোম
iii. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
নিচের কোনটি সঠিক?
সব্যাত শ্বসনে ১ অণু গ্লুকোজ হতে কী পরিমাণ শক্তি উৎপন্ন হয়?
৬ অণু FADH2 হতে কত অণু ATP উৎপন্ন হয় ?
সালোকসংশ্লেষণের হার হ্রাস পায় —
i. ক্লোরফিলের পরিমাণ বেশি হলে
ii. শর্করার পরিমাণ বেশি হলে
iii. অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে
RNA তৈরিতে ভূমিকা রাখে কোনটি?
১৬৮ সে.মি. উচ্চতা এবং ৬৬ কেজি ওজনের একজন A ব্যক্তির BMI কত?
অগ্ন্যাশয় রসে থাকে—
i. লাইপেজ
ii. অ্যামাইলেজ
iii. মলটেজ
জীবের রেচন কোন শাখার আলোচ্য বিষয়?
দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কোনটি?
বিজ্ঞানী মারগুলি আম গাছকে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করেন?
যে টিস্যু ঐচ্ছিক পেশির সংযুক্তির ব্যবস্থা করে, তারা---
i. দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়টা দেয়
ii. উদ্দীপনা পরিবহনে সাহায্য করে
iii. অঙ্গসঞ্চালন ও চলনে সাহায্য করে
সাধারণত কত সপ্তাহ গর্ভাবস্থা বিদ্যামান থাকে?
রক্তের ঈষৎ হলুদাত রঙের তরল অংশের কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে?
সূর্যালোকের প্রস্তাবে--
i. পত্ররন্ধ্র উন্মুক্ত হয়
ii. CO2 পাতার অভ্যন্তরে প্রবেশ করে
iii. ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে
নিচের কোনটি সঠিক
কোনটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি?
সালোক সংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা কোনটি ?
কোনটিকে স্টোন সেল বলা হয়?
রফিক সাহেব কোন রোগে আক্রান্ত হয়েছে?
রফিক সাহেব এর জন্য প্রযোজ্য হবে ---
i. নিয়মিত ব্যায়াম করা
ii. কাঁচা লবণ গ্রহণ করা
iii. শাকসবজি বেশি খাওয়া
A চিহ্নিত অংশের নাম কী?
চিত্রটির ক্ষেত্রে প্রযোজ্য—
i. বংশগতি পদার্থ ধারণ ও বহন
ii. নতুন জীব সৃষ্টি
iii. চুলের প্রকৃতি নির্ধারণ
খাসীর মাংস হতে প্রাপ্ত ৫০ গ্রাম চর্বি হতে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরের ভাঁজকে কী বলে?
কোনটি পাইরিমিডিন?
নূরু রাস্তার পাশে কিছু অ্যামারাস্থাস উদ্ভিদ দেখতে পেল। উক্ত উদ্ভিদে--
i. সালোক সংশ্লেষণের হার বেশি
ii. কার্বন বিজারণে ১ম স্থায়ী পদার্থ ফসফো গ্লিসারিক এসিড
iii. গ্লুকোজ উৎপাদন ক্ষমতা বেশি
বৃত্তের মেডুলায় সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে?
ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত বিষয়টি হলো--
5 ADP+ 5 Pi →শক্তি 5 ATP উক্ত বিক্রিয়ায় (প্রতি মোল ATP এর হিসাবে) শক্তির পরিমাণ কত কিলোক্যালরি?
প্রতি কিউবিক মিলিমিটারে রক্তে লোহিত রক্ত কণিকা থাকে ---
১৫০ জন পুরুষ মানুষের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত জনের?
একজন মানুষের রক্তে কত মিলিমোল/লিটার HDL থাকা ভালো?
নিষেকের কত সপ্তাহ পর অমরা গঠিত হয়?
অনিরাপদ যৌনমিলনের ফলে নিচের কোন রোগটি হতে পারে?
"অস্তিত্বের জন্য সংগ্রাম" বিষয়টি কোন বিজ্ঞানী কর্তৃক প্রতিষ্ঠিত সত্য?
DNA র হেলিক্সের প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত?
RNA এর বৈশিষ্ট্য হলো---
i. পলিনিউক্লিয়টাইডের একটি সূত্র থাকে
ii. পাঁচ কার্বনবিশিষ্ট শর্করা অজৈব ফসফেট, নাইট্রোজেন বেস থাকে
iii. বংশগতীয় বস্তু হিসাবে কাজ করে
অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করতে নিচের কোন পদ্ধতির টেস্ট করতে হয়?
শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে?
রক্তের 'B' গ্রুপবিশিষ্ট ব্যক্তি কোন গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারেন?
বাতজ্বরের লক্ষণ হলো-
i, হৃৎপিণ্ডে রক্ত জমাট বাঁধা
ii. অণুজীবের সংক্রমণে শ্বাসনালীর প্রদাহ
III. মধ্যকর্ণের সংক্রামক রোগ
কোন পদার্থের উপস্থিতির কারণে মূত্রের রং হালকা হলুদ হয়?
চিত্রের পুংকেশরের বিন্যাসটি কীরূপ?
দিগুচ্ছ
যুক্তধানী
বহুগুচ্ছ
লগ্ন
নিচের কোনটিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়?
শ্বসনের সময় জীবদেহের স্থিতিশক্তি-
i.রাসায়নিক শক্তি হিসেবে তাপরূপে মুক্ত হয়
ii. শরীরবৃত্তীয় কাজের প্রয়োজনীয় শক্তি যোগায়
iii. নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়।
অবাত শ্বসনের ফলে অ্যালকোহলের সাথে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়?