বৃহদন্ত্রের কোন অংশের সাথে অ্যাপেনডিক্স যুক্ত থাকে?
Zakerana dhaka ব্যান্ডটির বৈজ্ঞানিক নামকরণ করেছেন কে?
ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় নিচের কোনটি?
প্রাতকেন্দ্রিক কোষের-
i. ক্রোমোজোমে DNA থাকে
ii. নিউক্লিয়াস সুগঠিত
iii. রাইবোজোম থাকে
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি ফানজাই রাজ্যের জীব?
একটি নিউরনের কয়টি অংশ থাকে?
অণুবীক্ষণ যন্ত্রে কোষ বা টিস্যুর বিশেষ কোনো অংশকে আলাদাভাবে রঙিন করার পদ্ধতিকে কী বলে?
চিত্রের 'P' চিহ্নিত অংশের নাম কী?
চিত্রের 'M' 'N' 'R' চিহ্নিত অংশের কাজ হলো—
i. শোষণ
ii. নিঃসরণ
iii. পরিশ্রবণ
ইনসুলিন নিঃসৃত হয় চিত্রের কোন অংশ থেকে?
'B' অংশের রসে পাওয়া যায়-
i. এনজাইম
ii. কোলেস্টেরল
iii. পিত্ত-লবণ
নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে—
i. ময়ূর ও সাপের মধ্যে
ii. সাপ ও ব্যাঙের মধ্যে
iii. ময়ূর ও ব্যাঙের মধ্যে
অমরা হতে নিসৃত হয়-
একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করে?
কোন খাদ্য অতিরিক্ত খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়?
ঘৃতকুমারী পাতা স্ফীত হওয়ার সাথে সম্পর্কযুক্ত কোনটি?
গোল আলুর বৈজ্ঞানিক নাম-
একাধিক প্রাণকেন্দ্র দেখা যায়-
সালোক সংশ্লেষণ কত তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয়?
নিষেকের কত সপ্তাহ পর অথবা গঠিত হয়?
পিত্তরস—
i. যকৃতের লোবিউল কোষ হতে তৈরি
ii. তিক্ত স্বাদ ও ক্ষারীয় গুণসম্পন্ন
iii. গাঢ় সবুজ বর্ণের
চিত্রের M স্তবকটি কোন ফুলের অংশ?
রমজানের—
i. BMI হচ্ছে ৩২
ii. বেছে খাদ্য গ্রহণ করা উচিত
iii. অবস্থান মোটা হওয়ার দ্বিতীয় স্তরে
রমজান প্রতিদিন তার প্রধান খাদ্য হতে কত কিলোক্যালরি শক্তি পেয়ে থাকে?
ক' অঙ্গাণুটির ভেতরে অবস্থান করে ---
চিত্রে 'ক' চিহ্নিত অঙ্গাণুটি—
i. সূর্যালোককে আবদ্ধ করে
ii. সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে
iii. উৎসেচক উৎপন্ন করে
গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টি থাকে?
কোন টিস্যু দন্ডকলস গাছের দৃঢ়তা প্রদান করে?
কোনটি শিকারজীবী শৃঙ্খল-
জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়-
i.জনগণকে শিক্ষিত করে গড়ে তোলা
ii. NO2 ও উৎপাদন বাড়ানো
iii. পরিবেশনীতিকে যথাযথভাবে অনুসরণ
নিচের কোনটি সঠিক
প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয় কোন ফুলে?
সাইটোকাইনেসিসের পরে কোনটি ঘটে?
ইলিশ মাছ নিচের কোন রোগটি প্রতিরোধ করে?
ডায়াবেটিস
গয়টার
এপিলেপসি
আমাশয়
অ্যাজমার ক্ষেত্রে প্রযোজ্য-
1. বুকের ভিতর আওয়াজ হয়
ii. গলার শিরা ফুলে যায়
ii. জ্বর থাকে.
শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি?
জীবের বিবর্তন
সালোকসংশ্লেষণ
ভ্রুণের বিকাশ
টিস্যুর বিন্যাস
ডায়াবেটিস চিকিৎসার উপাদান তৈরিতে কোন রাজ্যের জীব ব্যবহার করা হয়?
একটি ব্যাঙ এর ওজন ২০০ গ্রাম। সারাদিনে এটি কী পরিমাণ পোকামাকড় খেতে পারে?
মানবদেহের মিশ্রগ্রন্থি নিঃসরণ করে কোনটি?
A ও B এর ক্ষেত্রে প্রযোজ্য—
i. উভয়ই উদ্ভিদকোষে পাওয়া যায়
ii. উভয়ই পানি বিয়োজিত করে
iii. 'B' এর সংশ্লেষিত প্রোটিন 'A' তে সঞ্চিত
কোন উদ্ভিদে বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে?
সালোকসংশ্লেষণের জন্য উত্তম তাপমাত্রা কোনটি?
অস্থিসন্ধিতে প্রদাহ প্রতিকারের উপায় কোনটি,
হরিণ এবং বাঘ কোন জীব বৈচিত্র্যের অন্তর্ভুক্ত?
তমাল প্রতিবেলা ৫০ গ্রাম চাউলের ভাত, ৫o গ্রাম মাংস ও ২০ গ্রাম মাখন খেলে সে কত কিলোক্যালরি শক্তি গ্রহণ করে?
কোন কোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজন ?
নিচের কোনটি নিশ্চল অস্থিসন্ধি?
চর্বিতে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটিতে পাওয়া যায়?
P ও Q-
i.একই তন্ত্রের অন্তর্ভুক্ত
ii. অন্তঃপ্রাচীরে কলামনার কোষ থাকে
ii. উভয়ই শোষণে অংশ নেয়
কোষঝিল্লির ভাঁজকে কী বলে?
রক্তরসে শতকরা কত অংশ পানি থাকে।