২২০ মিটার ও ২৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ঘণ্টায় ৪৫ ও ৫৫ কি.মি বেগে বিপরীত দিক থেকে পরস্পর দিকে সমান্তরালভাবে আসতেক থাকে। কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে?
যদি x-5a+x=x2-25 হয়, তবে a এর মান কত ?
a3-7a-6 এর উৎপাদক কত ?
জাহেদ ১ জানুয়ারি ৮০,০০ টাকা দিয়ে কিছু পণ্য কিনল যার মূল্য মাসের শেষে ৪০% বৃদ্ধি পেল। ফেব্রুয়ারিতে ঐ পণ্যের মূল্য বর্ধিত মূল্যের ২০% হ্রাস পেল। মার্চ মাসে ঐ পণ্যের মূল্য পুনরায় ২৫% বৃদ্ধি পেলে, মার্চ মাসের শেষে ঐ পণ্যের মূল্য জানুয়ারি মাসের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেল?
চার ফুট প্রস্থ একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রেফল একটি বর্গক্ষেত্রের সমান। বর্গক্ষেত্রের পরিসীমা ২৪ ফুট হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত ফুট?
বার্ষিক ৩% হার সুদে ২৫০ টাকার ৬ বছরে যত সুদ হবে, বার্ষিক ৫% হার সুদে কত টাকার ৪ বছরে তত সুদ হবে?
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ
ক) x2+x-2
খ) a3-18
x+y=1 হলে, প্রমান করুন যে, x3+y3=x+y2+xy
শতকরা বার্ষিক কত হার সুদে কনো নির্দিষ্ট পরিমাণ টাকা ৩ বছরে ৫৬০ টাকা ৫ বছরে ৬০০ টাকা হবে?
একটি দ্রব্য ৩৭৮ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ৪৫০ টাকায় বিক্রি করলে তার তিনগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
খ) 8a3+b327
x+y=1 হলে, প্রমান করুন যে, x3+y3-xy=x-y2
একটি নৌকা স্থির পানিতে ঘণ্টায় ৬ কি.মি. যেতে পারে। স্রোতের প্রতিকূলে ৬ কি.মি. যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের গতিবেগ কত ?
ক, খ, গ এর মধ্যে ১১০ টাকা এমনভাবে ভাগ করে দাও যেন খ ও গ একত্রে যা পায় ক তার ৩৭ অংশ এবং ক ও গ একত্রে যা পায় খ তার ২৯ অংশ পায়। কে কত পাবে?
a+1a=2 হলে তবে, a3+1a3 এর মান কত ?
উৎপাদকে বিশ্লেষণ করুন: x4 + 2x2 + 9
হামিদ সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখলেন। বার্ষিক ১০% হার সুদে ৬ বছরে সুদে আসলে কত টাকা হবে?
পিতা ও পুত্রের বয়স একত্রে ৬০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর পিতা ও পুত্রের বয়স কত হবে?