এক ব্যক্তি বার্ষিক ৪% হারে ৫৫০ টাকা এবং বার্ষিক ৮% হারে ৭০০ টাকা ধার নেয়। মোট মুলধনের উপর গড়ে শতকরা বার্ষিক মুনাফার হার কত?
একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৭৫ কিমি । ১৮০ মিটার দৈর্ঘ্যের এই মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফরম অতিক্রম করতে কত সময় লাগবে?
একটি চতুর্ভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গমি.। কর্ণের দৈর্ঘ্য কত?
ক একটি কাজ ৪০ দিনে করতে পারে। সে ৫ দিন করার পর বাকি কাজ খ ২১ দিনে শেষ করে। কত দিনে ক ও খ একত্রে কাজটি শেষ করতে পারবে?
একজন দোকানদার ১২ দিনে ৫০০ টাকা আয় করল। তার প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে অবশিষ্ট দিনগুলির গড় আয় কত?
একটি জিনিস ৩৬ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হল, ৭২ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হত। জিনিসটির ক্রয়মূল্য কত?
১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
৬৪ কিলোগ্রাম বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমান ২৫% । কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমান ৪০% হবে?
সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ এক সঙ্গে ব্যবহার করে চৌবাচ্চাটি ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
33x+4-9.3x+13x+2 এর মান কত?
2x+3y3x+2y=56হলে, x : y = কত?
x2+2xy-2yz-z2 এর উৎপাদকে বিশ্লেষণ করুন?
5+8+11+14 ….. এ ধারাটির কততম পদ 320?
দুইট বৃত্তের ব্যাসের অনুপাত ৩:২ হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
দুইজন লোক একটি বিন্দু থেকে যাত্রা করে বিপরীত দিকে ৪ মিটার গিয়ে বামে ঘুরে আরো ৩মিটার গেলেন তাদের মধ্যে এখন দূরত্ব কত?
একটি সমকোণী ত্রিভুজের ষূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬ ডিগ্রি হলে ক্ষুদ্র কোনটির মান কত?
একটি ফুটবল টুর্নামেন্টে ৬টি দল অংশ গ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচারনা করতে হবে?
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সে.মি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
x+1x=2 হলে xx2+x-1 এর মান কত?