একটি ফুটবল টুর্নামেন্টে ৬টি দল অংশ গ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচারনা করতে হবে?
একটি বইয়ের মূল্য ৮০ টাকা, যা প্রকৃত খরচের ৭০% । বাকী মূল্য সরকার ভর্তুকি প্রদান করে থাকেন। সরকার প্রতিটি বইয়ের ক্ষেত্রে কত টাকা ভর্তুকি প্রদান করেন?
একটি নৌকা স্থির পানিতে ঘণ্টায় ৬ কি.মি. যেতে পারে। স্রোতের প্রতিকূলে ৬ কি.মি. যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের গতিবেগ কত ?
টাকায় ৩টি এবং টাকায় ৫টি পরে সমান সংখ্যক আম ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আম বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো।
সোনা পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। আয়তাকার একটি সোনার বারের দৈর্ঘ্য ৮.৮ সেন্টিমিটার, প্রস্থ ৬.৪ সেন্টিমিটার এবং উচ্চতা ২.৫ সেন্টিমিটার। সোনার বারের ওজন কত?