শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা–মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা–মূলধন ২,০৫০ টাকা হবে?
৮০ মিটার দৈর্ঘ্য এবং ৬০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর ৪দিকে ৪ মিটার প্রশস্থ একটি পথ আছে। প্রতি বর্গমিটার ৭.২৫ টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত?
x2-4x+1 = 0 হলে x+1x = কত?
উৎপাদকে বিশ্লেষণ করুন:
a2+7ab+12b
রম্বসের তিনটি বৈশিষ্ট্য লিখুন:
সরল কর: (৫১২-১৭)×{৪(৩১২-২২৩)÷২২৩}÷৫+৩১২
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ডিম ৫৬ টাকা দরে বিক্রয় করলে তাঁর শতকরা কত টাকা লাভ হবে?
সমাধান করুন: x2+y2=36(xy+12)
সুদের হার শতকরা বার্ষিক ৪ টাকা হলে, কত বছরে ৪০০০ টাকা সুদে-আসলে ৪৪০০ টাকা হবে?
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য আরো ৩৬ টাকা বেশি হলে ১২.৫ % লাভ হতো । ছাগলটির ক্রয়মূল্য কত?
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার । প্রতিটি ৮০ সে.মি বর্গ আকারে দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে?
একটি বাড়ি ৪০ ফুট উঁচু । একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল দেখে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
p+1p=2 হলে, (p2+1p2)(p3+1p3) এর মান নির্ণয় কর?
২০ মিটার দৈর্ঘ্যের একটি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭, ৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হত তবে ৬,০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ৪ বছর বেশি। ৫ বছর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ১০৪ বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর।
একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে ৮% লাভ হতো। ঘড়িটির ক্রয়র্মল্য কত?
Add a question
পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি কত?
ট্রাপিজিয়াম এর সংজ্ঞা লিখ।
x + y = 4 হলে x3 + y3 + 12xy এর মান কত?