তুলকালাম কাণ্ড।
তুলকালাম কান্ড বাগাধারার অর্থ তুমুল ঝগড়া বা প্রচণ্ড গোলমাল
বাক্য: সে সামান্য বিষয় নিয়ে তুলকালাম কাণ্ড বাধিয়ে দিয়েছে।
যা অবশ্যই ঘটবে।
দিবসের পূর্বভাগ
যে ভূমিতে ফসল জন্মায় না
যিনি সব জানেন
যিনি সব জানেন-সবজান্তা
যিনি কম কথা বলেন
দেখিবার ইচ্ছা
যার নিজের বলতে কিছুই নেই।
অনুসন্ধান করতে ইচ্ছুক
যার কোথাও ভয় নেই।
যা নষ্ট হয়।
কাপা কে ছিলেন?
বাংলা ভাষায় পূর্ববর্তী স্তরের নাম কী?
বড় দাসের কাব্যের নাম কী?
দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী?
'ইউসুফ-জোলেখা’ কাব্যের রচয়িতা কে ছিলেন?
আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী?
লালন শাহ কী রচনা করেন?
মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী?
রবীন্দ্রনাথের 'বলাকা' কাব্যের প্রথম প্রকাশ কোন সালে?
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?
'ধূসর পাণ্ডুলিপি' কার রচনা?
'লালসালু'র লেখক কে?
জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি?