সমাধান:
ধরি,t ঘণ্টায় এক অপরকে অতিক্রম করবে।
১ম ট্রেনটি t সময়ে যায় (৬০ x t) = ৬০t কি.মি.
২য় ট্রেনটি t সময়ে যায় (৯০ x t) = ৯০t কি.মি.
২য় ট্রেনটি ১ম ট্রেনকে অতিক্রম করতে হলে এটি নিজের দৈর্ঘ্যের সমান পথ বেশি যেতে হবে।
শর্তানুসারে,
৯০t-৬০t=৮৫/১০০০ [বৃহত্তম ট্রেনের দৈর্ঘ্য- ৮৫ মিটার]
৩০t = ৮৫/১০০০
t= ৮৫/১০০০*৩০
t=১৭/৬০০০ ঘন্টা
t= ১৭*৬০*৬০/৬০০০ সেকেন্ড
t=৫১/৫ সেকেন্ড
= ১০.২ সেকেন্ড (উত্তর)
৪০% কমে যাওয়ার পেট্রোলের পূর্ব মূল্য ১০০ টাকা
হলে বর্তমান মূল্য = (১০০-৪০) টাকা = ৬০ টাকা
প্রশ্নমতে,
বর্তমানে ৫ লিটার পেট্রোলের দাম ৪০ টাকা
বর্তমানে ১ লিটার পেট্রোলের দাম ৪০/৫ = ৮ টাকা
আবার,
বর্তমান মূল্য ৬০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/৬০ টাকা
বর্তমান মূল্য ৮ টাকা হলে পূর্বমূল্য ১০০×৮/৬০ টাকা
=১৩.৩৩ টাকা