সরল করুন: ৩১২-২১৬১৪ এর ১৫+১৭÷১৫৫৯
কোনো স্কুলের পরীক্ষায় ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৮০% পরীক্ষার্থী বাংলায় পাস করেছে এবং ১০% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩৬০ জন পাস করে থাকে, তবে পরীক্ষার্থী সংখ্যা কত ছিল?
শতকরা বার্ষিক কত হার সুদে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা ৩ বছরে ৫৬০ টাকার এবং ৫ বছরে ৬০০ টাকায় পরিণত হবে?
যৌথ কারবারের ক ও খ মূলধনের অনুপাত ৪:৫ । ৩ মাস পরে ক ও খ যথাক্রমে তাদের মূলধনের ১/৪ ও ১/৫ অংশ তুুলে নিল। ১০ মাস পরে লাভের ৭৬৯ টাকা ভাগ করে দিলে কে কত পাবে?
ক ও খ একই মুহূর্তে ঢাকা ও বগুড়া হতে যাত্রা শুরু করে একে অপরের দিকে যথাক্রমে ২০ কি.মি ও ৩০ কি.মি বেগে অগ্রসর হয়। খ ক অপেক্ষা ৩৬ কি.মি. বেশি অতিক্রম করার পর তারা মিলিত হলো। ঢাকা ও বগুড়া মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করুন।
এক মিটার গভীর একটি বর্গাকার খোলা চৌবাচ্চায় ৪,০০০ লিটার পানি ধরে । চৌবাচ্চাটির তলার দৈর্ঘ্য কত?
কোনো সৈন্যদলের সৈন্যকে ৮, ১০ বা ১২ সারিতে এবং বর্গাকারেও সাজানো যায়। সেই সৈন্যদলের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যা চার অঙ্কবিশিষ্ট
প্রতি ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কী দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে?
একটি কাজ ক ২০ দিনে খ ৩০ দিনে এবং গ ৬০ দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি চতুর্থ দিনে গ ক কে কে সাহায্য করলে ঐ কাজটি কত দিনে সম্পন্ন হবে?
ক" এক দিনে করে ১/২০ অংশ
খ" এক দিনে করে ১/৩০ অংশ
গ" এক দিনে করে ১/৬০ অংশ
( ক+ক)+(ক+খ)+(ক+গ)=( ১/২০ +১/২০)+(১/২০+১/৩০)+(১/২০+১/৬০)
= ১/৪
এখন,
১/৪ অংশ কাজ করে ৪ দিনে
১ অংশ করে ৪×৪/১ = ১৬ দিনে
উত্তর ১৬ দিনে
4a2+4a2+9
a2-b2-c2-2bc+a-b-c
সমাধান করুন: x-ab+x-ba+x-3a-3ba+b=0
2x+2x=3 হলে x2+1x2 এর মান কত?
সরল করুন: a2x-a+b2x-b+c2x-c+a+b+cax-a+bx-b+cx-c
ABC ত্রিভুজের ∠B এবং ∠C এর অন্তর্দ্বিখন্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হলে ∠BOC=কত?
প্রমাণ করুন যে, বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থঃকোণের সমান।
ABCD রম্বসের বাহুর দৈর্ঘ্য 3 ইঞ্চি । AC এবং BD কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করলে AO2+BO2 এর মান নির্ণয় করুন।