ভােরের সূর্য লাল দেখা যায় কেন?
ভূমিকম্পের কারণ সংক্ষেপে বর্ণনা করুন।
গরম চায়ের পেয়ালায় উপরের দিকে ধোয়ার মত যা দেখা যায় তা কী?
পারমাণবিক বােমার পরীক্ষা প্রাণীজগতের দীর্ঘস্থায়ী কী ক্ষতি সাধন করে?
সমন্বিত বালাই ব্যবস্থাপনা (Integrated pest management) বলতে কী বুঝায়? সংক্ষেপে আলােচনা করুন।
সালােকসংশ্লেষণ প্রক্রিয়া (Photosynthesis) কী? ইহা কীভাবে সংঘটিত হয়? সংক্ষেপে আলােচনা করুন।
তড়িত্বর্তনীয় নিয়ে কাজ করার সময় হাত শুকনাে রাখতে বলা হয় কেন?
গরম পানিতে পাতলা কাচের গ্লাসের চেয়ে মােটা কাচের গ্লাস সহজে ফেটে যায় কেন?
সমুদ্রের পানি পান করা যায় না কেন?
পাতলা পায়খানা হলে স্যালাইন খাওয়ানাে হয় কেন?
জেনারেটর ও মটরের মধ্যে পার্থক্য কী?
ECG বলতে কী বুঝায়?
পরিবেশ সংরক্ষণে বৃক্ষরােপণ কীভাবে সাহায্য করে?
প্রস্বেদন কী? কীভাবে ইহা আবহাওয়াকে প্রভাবিত করে?
আন্তর্জাতিক তারিখরেখা কী? |
গর্জনশীল চল্লিশা কী?
LASER কী?
Computer virus কী? '
মোটর (Motor) এবং জেনারেটর (Generator) এর মধ্যে পার্থক্য কী?
অপটিক্যাল ফাইবার (Optical fibre) কী? এই ফাইবার এর প্রয়ােগ উল্লেখ করুন।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি প্রয়ােগ বর্ণনা করুন।
ব্যাকটেরিয়া (Bacteria) এ "রয়া (Bacteria) এবং ভাইরাস (Virus) এর মধ্যে পার্থক্য কী?