সরল করুন: ৬.২৭×০.৫÷(.৫ এর .৭৫×৮.৩৬)÷{(২.৫ এর .১)×(.৭৫ এর ২১.৩˙) ×.৫}
৫ টাকা ৯ টাক দরে কমলা বিক্রয় করায় ২০% ক্ষতি হলো প্রতি ডজন কমলা কী দরে ক্রয় করেছিল?
দুই ব্যক্তি ‘ক’ এবং ‘খ’ একই ব্যাংক থেকে একই দিনে ১০% হার সরল সুদের পৃথক পরিমাণ ঋণ গ্রহণ করে। ‘ক’ দুই বছর পর সুদে - আসলে যে অর্থ শোধ করে ‘খ’ ৩ বছর পর সুদে - আসলে সমপরিমাণ অর্থ শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করুন।
একটি পরীক্ষায় ৯০% পরীক্ষার্থীর ইংরেজিতে এবং ৮৫% পরীক্ষার্থী গণিতে কৃতকার্য হয়। উভয় বিষয়ে কেউ যদি ফেল না করে এবং উভয় বিষয়ে ২২৫ জন ছাত্র কৃতকার্য হয়ে থাকলে ঐ পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা কত?
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে ২০% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
8x3-4x-1
ax2+(a2+1)x+a
সমধান করুন: 5x-1+4x-2=9x-3
ABC সমবাহু ত্রিভুজের AD একটি মধ্যমা । প্রমাণ করুন যে, AB2=AD2+BD2
5 ইঞ্চি ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তে একটি সমকোণী ত্রিভুজ অন্তর্লিখিত আছে যার একটি কোণ 30° উহার বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করুন।