অস্তমান সূর্য দেখতে পর্যটকরা সমুদ্রের সৈকতে ভীড় করেছে।
তিনি স্বস্ত্রীক বাহিরে গেছেন।
সকল ছাত্রদের অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
অন্তরের অন্তস্থল থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি।
মরুভূমিতে বিচরণ করলে অনেক সময় মরুদ্যানের সন্ধান পাওয়া যায়।
আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা করা অনুচিত।
নতুন নতুন ছেলেগুলি বড়ই উতপাত করছে।
তার মতাে কতি ছাত্র খুব কম দেখা যায়। WRIB R ARIA
রবিন্দ্র প্রতীভা বিশ্বের বিস্ময়।
বিমানের সিলেটগামী আভ্যন্তরীন ফ্লাইটটি দেরীতে ছাড়বে।
ছাত্রদের কঠোর অধ্যাবসায় প্রশংসনীয়।
অতি দর্পে হত লঙ্কা।
অধ্যাদেশ, প্রজ্ঞাপন, প্রাক্কলন, প্রেষণ, অবকাশ বিভাগ, সর্বশেষ বেতনপত্র।
না গেলে দেখতে পাবে না। (যৌগিক বাক্য)।
আপনি যদি চান তবে আমি আগামীকাল আসতে পারি। (সরল বাক্য)।
সৎপথে চল, দেখবে জীবনে উন্নতি হবে। (সরল বাক্য)
তিনি আর এ পথ মাড়ান না। (জটিল বাক্য)।
যদি বারণ কর তবে গান গাব না। (সরল বাক্য)
সূর্যপশ্চিম দিকে অস্ত যায়। (না-বাচক বাক্য)
নাচতে না জানলে উঠান বাঁকা।
অল্প জলের তিত পুঁটি, তার এত ছটফটি।
চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে ধারণা দিন।
নাথ সাহিত্য কাকে বলে? এ সাহিত্যের প্রধান কবি কে?
দু’জন বৈষ্ণব পদকর্তার পরিচয় দিন।
মঙ্গলকাব্যের বৈশিষ্ট্যগুলাে লিখুন।
জীবনী সাহিত্য বলতে কী বুঝেন?
রােমান্টিক প্রণয়ােপাখ্যান কাব্যধারার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয় কেন?
বাংলা সাহিত্যে ‘অন্ধকার যুগ' বলতে কী বুঝায়?
বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের তিনটি অবদানের বর্ণনা দিন।
“বিষাদ সিন্ধু' গ্রন্থের জনপ্রিয়তার কারণ কী?
বাংলা সাহিত্যে ‘সবুজপত্র পত্রিকার অবদান সম্পর্কে লিখুন।
‘ধূসন পাণ্ডুলিপি কাব্য কে রচনা করেন? তাঁর কবিমানসের পরিচয় দিন।
বিয়ােগান্ত নাটক কাকে বলে? বিয়ােগান্ত নাটকের বৈশিষ্ট কী?
পথনাটক কাকে বলে? নাট্যকারের নামসহ দুটি পথনাটকের নাম লিখুন।
মুক্তিযুদ্ধভিত্তিক পাঁচটি উপন্যাসের নাম লিখুন।