হিন্দুত্ব মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব দাড়িত্ব অসহ্য , কেননা ঐ দুটোই মারামারি বাধায়। টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা হয়ত পাণ্ডিত্য। তেমনি দাড়িও ইসলামতত্ব নয়, ওটা মােল্লাত্ব। এই দুইত্ব মার্কা চুলের গােছা নিয়েই আজ এত চুলােচুলি। আজ যে মারামারিটা বেধেছে, সেটাও এই পণ্ডিত-মােল্লার মারামারি, হিন্দু-মুসলমানের মারামারি নয়। নারায়ণের গদ্য ৩ আর আল্লার তলােয়ার কোনদিনই ঠোকাঠুকি বাঁধবে না, কারণ দুইজনই এক, তার এক হাতের অস্ত্র তাঁরই আর এক হাতের ওপর পড়বে না।