সমস্ত পানীকুলই পরিবেশের জন্য নিতান্ত প্রয়োজন।
মুমুর্ষ লোকটির সাহায্য করা উচিৎ।
তোমার কটুক্তি শুনিয়া তিনি মর্মাহত হয়েছেন।
রুগ্ন ব্যক্তিটির জন্য আরও অধিকতর সাহায্য প্রয়োজন।
কারোর জন্যই দৈন্যতা কাংখিত হতে পারে না।
আমি বিভূতিভুষণ বন্দোপাধ্যায়ের কোনো উপন্যাস পড়িনি।
পুকুর পরিস্কারের জন্য কতৃপক্ষ পুরস্কার ঘোষনা করেছে।
অধ্যক্ষ মহোদয় ঘটনার বিশৎ বিবরন জানতে চাইল।
বিষয়টি মস্তিস্কে গ্রহণ করার নয়, অন্তরে উপলব্ধির যোগ্য।
অনুষ্ঠানে স্ববান্দবে আপনি আমন্ত্রিত ।
সেই ভীবৎসো ঘটনা এখনও বিষ্মিত হতে পারিনি।
লক্ষ্মী মেয়ে যারা ছিল, এখন তারা চরছে ঘোটক।
যে সহে , সে রহে ।
অভিহিত মুল্য
নির্ঘন্ট
পরিবীক্ষন
রুপরেখা
মোক্তারনামা
প্রাধিকার।
আগে পরীক্ষা দাও, পরে চিন্তা করো । সরল বাক্য)
এখনই না গেলে তার দেখা পাবে না। (যৌগিক বাক্য)
পিতা তো আছেন, তবু পুত্রকে খোঁজ কেন ? (জটিল বাক্য)
যদি পানিএ না নাম, তবে সাঁতার শিখতে পারবে না । (যৌগিক বাক্য)
যদি কথা রাখেন, তাহলে আপনাকে বলতে পারে। (সরল বাক্য)
সে তার পিতার ঋণ পরিশোধ করেছে। (জটিল বাক্য)
চাঁদেরও কলঙ্ক আছে।
গঙ্গাজলে গঙ্গাপুজো।
চর্যাপদে চিত্রিত দরিদ্র জনগোষ্ঠির পরিচয় দিন।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা সম্পর্কে ধারণা দিন।
মানসামঙ্গল’ কাব্যের যে কোনো একজন কবির পরিচয় লিখুন।
‘যুগসন্ধিক্ষণের কবি’ কে? কে কেন বলা হয়?
বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে বিদ্যাসাগরের অবদান নির্দেশ করুন।
বরিাঙ্গনা’ কাব্যের যে কোন একটি নারী চরিত্রের বৈশিষ্ট্য লিখুন।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি কাব্যনাট্যের নাম উল্লেখ করুন।
উদাসীন পথিকের মনের কথা’ কার রচনা? এটি কোন ধরনের সৃষ্টিকর্ম?
রোকেয়া সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠিত একটি মহিলা সমিতির পরিচয় দিন।
কল্লোল যুগ’ সম্পর্কে ধারণা দিন।
জীবনানন্দ দাশের কবিতায় চিত্ররূপময়তার উপস্থিতি তুলে ধরুন।
আখতারুজ্জামান ইলিয়াস অথবা হাসান আজিজুল হকর ঔপন্যাসিক পরিচয় দিন।
ভাষা-আন্দোলনের প্রভাব রচিত যে কোনো একটি ছোটগল্পের পরিচয় বিধৃত করুন।
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত সৈয়দ শামসুল হকের নাটক সম্পর্কে ধারণা দিন।
প্রাসঙ্গিক হিসেবে আবদুল ওদুদ অথবা আহমদ শরীফের বৈশিষ্ট্য উল্লেখ করুন।