বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:
1.

সমস্ত পানীকুলই পরিবেশের জন্য নিতান্ত প্রয়োজন।

Created: 3 months ago | Updated: 15 hours ago
বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:
2.

মুমুর্ষ লোকটির সাহায্য করা উচিৎ।

Created: 3 months ago | Updated: 15 hours ago
বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:
3.

তোমার কটুক্তি শুনিয়া তিনি মর্মাহত হয়েছেন।

Created: 3 months ago | Updated: 15 hours ago
বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:
4.

রুগ্ন ব্যক্তিটির জন্য আরও অধিকতর সাহায্য প্রয়োজন।

Created: 3 months ago | Updated: 15 hours ago
বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:
5.

কারোর জন্যই দৈন্যতা কাংখিত হতে পারে না।

Created: 3 months ago | Updated: 15 hours ago
বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:
6.

আমি বিভূতিভুষণ বন্দোপাধ্যায়ের কোনো উপন্যাস পড়িনি।

Created: 3 months ago | Updated: 1 day ago
বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:
7.

পুকুর পরিস্কারের জন্য কতৃপক্ষ পুরস্কার ঘোষনা করেছে।

Created: 3 months ago | Updated: 1 day ago
বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:
8.

অধ্যক্ষ মহোদয় ঘটনার বিশৎ বিবরন জানতে চাইল।

Created: 3 months ago | Updated: 1 day ago
বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:
9.

বিষয়টি মস্তিস্কে গ্রহণ করার নয়, অন্তরে উপলব্ধির যোগ্য।

Created: 3 months ago | Updated: 1 day ago
বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:
10.

অনুষ্ঠানে স্ববান্দবে আপনি আমন্ত্রিত ।

Created: 3 months ago | Updated: 1 day ago
বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:
11.

সেই ভীবৎসো ঘটনা এখনও বিষ্মিত হতে পারিনি।

Created: 3 months ago | Updated: 1 day ago
বানান, শব্দ প্রয়োগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুন:
12.

লক্ষ্মী মেয়ে যারা ছিল, এখন তারা চরছে ঘোটক।

Created: 3 months ago | Updated: 1 day ago
ছয়টি পূর্ণবাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন:
14.

যে সহে , সে রহে ।

Created: 3 months ago | Updated: 1 day ago
নিন্মলিখিত শব্দগুলো দিয়ে পূর্ণ বাক্য লিখুন;
15.

অভিহিত মুল্য

Created: 3 months ago | Updated: 1 day ago
নিন্মলিখিত শব্দগুলো দিয়ে পূর্ণ বাক্য লিখুন;
16.

নির্ঘন্ট

Created: 3 months ago | Updated: 1 day ago
নিন্মলিখিত শব্দগুলো দিয়ে পূর্ণ বাক্য লিখুন;
17.

পরিবীক্ষন

Created: 3 months ago | Updated: 1 day ago
নিন্মলিখিত শব্দগুলো দিয়ে পূর্ণ বাক্য লিখুন;
18.

রুপরেখা

Created: 3 months ago | Updated: 1 day ago
নিন্মলিখিত শব্দগুলো দিয়ে পূর্ণ বাক্য লিখুন;
19.

মোক্তারনামা

Created: 3 months ago | Updated: 1 day ago
নিন্মলিখিত শব্দগুলো দিয়ে পূর্ণ বাক্য লিখুন;
20.

প্রাধিকার।

Created: 3 months ago | Updated: 1 day ago
নির্দেশনা অনুযায়ী বাক্যগুলো রূপান্তর করুন ;
21.

আগে পরীক্ষা দাও, পরে চিন্তা করো । সরল বাক্য)

Created: 3 months ago | Updated: 1 day ago
নির্দেশনা অনুযায়ী বাক্যগুলো রূপান্তর করুন ;
22.

এখনই না গেলে তার দেখা পাবে না। (যৌগিক বাক্য)

Created: 3 months ago | Updated: 21 hours ago
নির্দেশনা অনুযায়ী বাক্যগুলো রূপান্তর করুন ;
23.

পিতা তো আছেন, তবু পুত্রকে খোঁজ কেন ? (জটিল বাক্য)

Created: 3 months ago | Updated: 21 hours ago
নির্দেশনা অনুযায়ী বাক্যগুলো রূপান্তর করুন ;
24.

যদি পানিএ না নাম, তবে সাঁতার শিখতে পারবে না । (যৌগিক বাক্য)

Created: 3 months ago | Updated: 21 hours ago
নির্দেশনা অনুযায়ী বাক্যগুলো রূপান্তর করুন ;
25.

যদি কথা রাখেন, তাহলে আপনাকে বলতে পারে। (সরল বাক্য)

Created: 3 months ago | Updated: 21 hours ago
নির্দেশনা অনুযায়ী বাক্যগুলো রূপান্তর করুন ;
26.

সে তার পিতার ঋণ পরিশোধ করেছে। (জটিল বাক্য)

Created: 3 months ago | Updated: 21 hours ago
যে কোনো একটি প্রবাদের ভাবসম্প্রসারণ করুন (অনধিক ২০টি বাক্যে):
27.

চাঁদেরও কলঙ্ক আছে।

Created: 3 months ago | Updated: 2 days ago
যে কোনো একটি প্রবাদের ভাবসম্প্রসারণ করুন (অনধিক ২০টি বাক্যে):
28.

গঙ্গাজলে গঙ্গাপুজো।

Created: 3 months ago | Updated: 2 days ago
সারমর্ম লিখুন:
30.

যতটুকু আবশ্যক কেবল তাহারেই মধ্যে কারারুদ্ধ হইয়া পাকা মানবজীবনের ধর্ম নহে। আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণে স্বাধীন। আমাদের দেয় সাড়ে তিন হাতের মধ্যে বন্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক সেই সাড়ে তিন হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চরে না। স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান থাকা আবশ্যক, নতুবা আমাদের স্বাস্থ্য ও আনন্দের ব্যাঘাত ঘটে। শিক্ষা সম্বন্ধেও এই কথা খাটে। অর্থাৎ যতটুকু মাত্র শিক্ষা আবশ্যক- তাহারই মধ্যে ছাত্রদিগকে একান্ত নিবন্ধ রাখিলে কখনই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলেরা ভাল করিয়া মানুষ হইতে পারে না। বয়:প্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি স্বম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালকই থাকিয়া যায়।

Created: 3 months ago | Updated: 2 days ago
অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
31.

চর্যাপদে চিত্রিত দরিদ্র জনগোষ্ঠির পরিচয় দিন।

Created: 3 months ago | Updated: 3 days ago
অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
32.

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা সম্পর্কে ধারণা দিন।

Created: 3 months ago | Updated: 1 day ago
অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
33.

মানসামঙ্গল’ কাব্যের যে কোনো একজন কবির পরিচয় লিখুন।

Created: 3 months ago | Updated: 1 day ago
অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
34.

‘যুগসন্ধিক্ষণের কবি’ কে? কে কেন বলা হয়?

Created: 3 months ago | Updated: 1 day ago
Created: 3 months ago | Updated: 1 day ago
অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
36.

বরিাঙ্গনা’ কাব্যের যে কোন একটি নারী চরিত্রের বৈশিষ্ট্য লিখুন।

Created: 3 months ago | Updated: 1 day ago
অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
37.

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিনটি কাব্যনাট্যের নাম উল্লেখ করুন।

Created: 3 months ago | Updated: 1 day ago
অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
38.

উদাসীন পথিকের মনের কথা’ কার রচনা? এটি কোন ধরনের সৃষ্টিকর্ম?

Created: 3 months ago | Updated: 1 day ago
অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
39.

রোকেয়া সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠিত একটি মহিলা সমিতির পরিচয় দিন।

Created: 3 months ago | Updated: 1 day ago
অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
40.

কল্লোল যুগ’ সম্পর্কে ধারণা দিন।

Created: 3 months ago | Updated: 1 day ago
অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
41.

জীবনানন্দ দাশের কবিতায় চিত্ররূপময়তার উপস্থিতি তুলে ধরুন।

Created: 3 months ago | Updated: 1 day ago
Created: 3 months ago | Updated: 1 day ago
Created: 3 months ago | Updated: 1 day ago
Created: 3 months ago | Updated: 1 day ago
Created: 3 months ago | Updated: 1 day ago

Related Sub Categories