তিনি স্বচ্ছল পরিবারের সন্তান।
এ খবরটি অত্যান্ত বেদনাদায়ক।
মুখস্তবিদ্যা পরিহার করা দরকার।
তিনি পৈত্রিক ভিটায় বসবাস করেন।
সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত।
এটি একটি অনুবাদিত গ্রন্থ।
আমি অপমান হয়েছি।
এ ব্যক্তি সকলের মাঝে বয়স্ক।
এ তো তার দূর্লভ সৌভাগ্য।
তোমার সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে।
বালকটি আরোগ্য হয়েছে।
সুখের দিনে অমন ——— মাছি কত দেখা যায়।
পরীক্ষায় পাস করার জন্য সে ——— পণ করেছে।
তার সঙ্গে ———- দেখা হয়।
তাঁর অকাল মৃত্যু এ সংসারে ———– হয়ে দেখা দিল।
ছলের টাকা ———- যায়।
আমার কাঁধে ভারী জোয়াল, তুমি তো ভাই ———- ।
আগে-পিছে লন্ঠন, কাজের বেলা ঠন্ঠন্!
টনক নড়া;
ডামাডোল;
কাষ্ঠহাসি;
গোড়ায়;
লেফাফা দুরস্ত;
লেজে গোবরে।
লেজে গোবরে বাগধারাটির অর্থ বিশৃঙ্খলা । রহিমকে কাজটি দেওয়া হলো সঠিকভাবে করার জন্য সে তো কাজটি লেজে গোবরে পাকিয়ে ফেলল।
Abrogate;
Booking;
Bibliography;
Execute;
Agenda;
Deed.
মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়।
‘চর্যাপদ’ কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার করা হয়?
বাংলা লিপির উৎস কি?
ব্রাহ্মী লিপি
‘মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
‘চন্ডীদাস সমস্যা’ কী?
আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা করেছেন এমন দুই জন লেখকের নাম লিখুন।
বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? কেন তাঁকে ভোরের পাখি বলা হয়েছে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কী? কোন প্রতিষ্ঠান থেকে তিনি ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন?
বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিনিধিত্বশীল চারটি ভাষাগোষ্ঠীর নাম লিখুন।
রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি নাটকের নাম লিখুন।
বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম লিপিবদ্ধ করুন।
বাংলাদেশে প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল?
‘মজলুম আদিব’ কে? এ নামে তিনি কোন গ্রন্থ রচনা করেন?
রশীদ করীমের চারটি উপন্যাসের নাম লিখুন।
‘পৃথক পলঙ্কে’র লেখক কে? তিনি কোন সনে মৃত্যুবরণ করেন?
‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ কী? এর লেখক কে?
বাংলাদেশ রাষ্ট্রের উত্থানে নারীর অবদান
তথ্য-প্রযুক্তি ও নতুন গণমাধ্যম;
বাংলাদেশের পোশাক-শিল্পে বৈদেশিক বিনিয়োগঃ সংকট ও সম্ভাবনা;
রবীন্দ্রনাথ ঠাকুরঃ কবি ও কর্মী
বিকেন্দ্রীকরণ ও পল্লী-উন্নয়ন।
জনসংখ্যা সমস্যা জন-সম্পদে রূপান্তরে কর্মমুখী শিক্ষাঃ কর্মমুখী শিক্ষা কী? বর্তমান শিক্ষা ব্যবস্থা; কর্মমুখী শিক্ষার গুরুত্ব;বাংলাদেশে কর্মমুখী শিক্ষার বর্তমান পরিস্থিতি; যুগোপযোগী নতুন নতুন ক্ষেত্রে কর্মমুখী শিক্ষার প্রসার; প্রশিক্ষিত জন-সম্পদের কর্মসংস্থানের উদ্যোগ; শ্রম বাজাওে প্রশিক্ষিত জন-সম্পদের ভূমিকা।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশঃ(সাম্প্রদায়িকতা; অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্রের জন্ম; ধর্ম নিরপেক্ষতা ওবাংলাদেশের সংবিধান; ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক; বাংলাদেশে সাম্প্রদায়িকসম্প্রীতি; সম্প্রীতির লক্ষ্যে করণীয়।)
লৈঙ্গিক সমতাবোধঃ লৈঙ্গিক সমতার ধারণা; কেন নিভাজন; অসমতা কি প্রাকৃতিক?; অসমতারউৎসে সমাজের ভূমিকা; সমতা ও সামাজিক প্রগতি; নারী-পুরুষ-যৌথতা ও ভবিষ্যতের বাংলাদেশ।
রাজধানীর কোন বিশিষ্ট পুস্তক প্রকাশক ও বিক্রেতার নিকট বিভাগভিত্তিক অনুমোদিত এজেন্সি চেয়ে আবেদনপত্র লিখুন।
Man is born free but everywhere he is in chains.
Procrastination is the thief of time.
‘The old order changed yielding place to the new.
He debarred me——— going.
He was reduced—— skeleton.
He said this—oath.
He came———power very soon.
We set off———the cave again.
He could not call————my name.
He is —— sentence of death.
A wolf in sheep’s clothing
Gift of the gab
Helter skater
Rank and file
Ans: Meaning of the idiom/phrase rank and file: The common/ordinary soldier/people
Sentence: There was widespread support for him among the rank and file.
Foot the bill
Fight shy of
Carry the day.
The secretary absented from the meeting.
Can he play piano?
The patient was born to the hospital.
Each man and each boy did their best.
Everything including the books were bought.
He made less mistakes than I.
Can you tell me where does he live?
I don’t enjoy to look after children.
The prisoner said to the Judge, “By Allah! I have not stolen the money, I am wrongly accused.’’
The people said to their Chairman, “Let us repair the road with our own means.”