সমাধানঃ মনে করি, সংখ্যা দুইটি ২১x ও ২১y এখানে x ও y সহমৌলিক। ২১x ও ২১y এর ল.সা.গু ২১xy ২১xy = ৪৬২১ বা, xy = = ২২১x,y সহমৌলিক হওয়ার x = ১, y = ২২১, এবং x = ১৩, y = ১৭ যেহেতু একটি সংখ্যা ২০০ ও ৩০০ এর মধ্যবর্তী সুতরাং x = ১৩, y = ১৭ গ্রহণযোগ্য। কারণ ২১x১৩= ২৭৩ সংখ্যাটি শর্তপূরণ করে। অপর সংখ্যা ২১x১৭ = ৩৫৭ নির্ণেয় সংখ্যা ৩৫৭।

প্রথম বছরে বৃদ্ধি পায়= (২০,০০,০০০×৪% )= ৮০,০০০

প্রথম বছরে জনসংখ্যা দাঁড়ায় = (২০,০০,০০০+৮০,০০০)= ২০,৮০,০০০ জন। 

দ্বিতীয় বছরে বৃদ্ধি পায় = (২০,৮০,০০০×৪% )= ৮৩,২০০

দ্বিতীয় বছরে জনসংখ্যা দাঁড়ায় = (২০,৮০,০০০+৮৩,২০০)= ২১,৬৩,২০০ জন। 

তৃতীয় বছরে বৃদ্ধি পায়= (২১,৬৩,২০০×৪%)= ৮৬,৫২৮

তৃতীয় বছরে জনসংখ্যা দাঁড়ায়= (২১,৬৩,২০০+৮৬,৫২৮)= ২২,৪৯,৭২৮ জন। 

উত্তর: ২২,৪৯,৭২৮ জন। 

প্রতিদিনের কাজের পরিমাণ:

  • ক একদিনে কাজ করে = 1/20
  • খ একদিনে কাজ করে = 1/30
  • গ একদিনে কাজ করে = 1/60

প্রথম চার দিনে কাজের পরিমাণ:

  • প্রথম দিন: ক, খ, গ তিনজনে মিলে কাজ করে = 1/20 + 1/30 + 1/60 = 1/10
  • দ্বিতীয় দিন: ক একা কাজ করে = 1/20
  • তৃতীয় দিন: ক এবং খ মিলে কাজ করে = 1/20 + 1/30 = 1/12
  • চতুর্থ দিন: ক এবং গ মিলে কাজ করে = 1/20 + 1/60 = 1/15

প্রথম চার দিনে মোট কাজ সম্পন্ন হয়: 1/10 + 1/20 + 1/12 + 1/15 = 1/4

অর্থাৎ, প্রতি ৪ দিনে তারা কাজের 1/4 অংশ সম্পন্ন করছে।

সম্পূর্ণ কাজ সম্পন্ন হতে সময়:

  • সম্পূর্ণ কাজ সম্পন্ন হতে সময় লাগবে = 4 দিন × 4 = 16 দিন।

সুতরাং, প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি চতুর্থ দিনে গ, ক - কে সাহায্য করলে ঐ কাজটি 16 দিনে সম্পন্ন হবে।

সংক্ষেপে:

  • প্রতি ৪ দিনে তারা কাজের 1/4 অংশ সম্পন্ন করে।
  • সুতরাং, সম্পূর্ণ কাজ সম্পন্ন হতে 4 দিন × 4 = 16 দিন সময় লাগবে।

 

উৎপাদকে বিশ্লেষণ করুন:
8.

2a2b+2b2c2+2c2a2-a4-b4-c4

Created: 3 months ago | Updated: 1 day ago
Created: 3 months ago | Updated: 1 day ago

Related Sub Categories