Translate into English

আমরা যে অত্যাধুনিক পৃথিবীর বাসিন্দা সে পৃথিবী আদিম সমাজ ও আমাদের পূর্ব পূরুষদের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। এটি একটি পরস্পর সম্পর্কিত পৃথিবী যেখানে এক দেশের ঘটনাবলি সহজেই অন্য দেশের ঘটনাবলির উপর প্রভাব বিস্তার করে। কোন দেশে বন্যা, দুর্ভিক্ষ, মহামারী বা মানবিক বিপর্যয় দেখা দিলে তা সাথে সাথে আমাদের গোচরে আসে, বলা যায় – চক্ষের নিমিষে। এ ব্যাপারে সব থেকে কার্যকরী ভূমিকা পালন করে ইন্টারনেট, উপগ্রহ চ্যানেলগুলো ও সংবাদপত্র। এদের কল্যাণে সমস্ত পৃথিবী একটি বৈশ্বিক গ্রামে পরিনত হয়েছে। হোক সে পৃথিবীর অগম্য প্রত্যন্ত অঞ্চলসমুহ যেমন উত্তর ও দক্ষিন মেরু, গভীর স্বাপদসঙ্কল অরণ্য যেমন আমাজন ও আফ্রিকা, অজানা রহস্য ঘেরা ঐতিহাসিক ঘটনা যেমন মিশরের পিরামিড অথবা টাইটানিকের সলিল সমাধি, শেষ পর্যন্ত সবকিছুই আমাদের কাছে উন্মোচিত হয়।

Created: 3 months ago | Updated: 3 months ago

Related Questions

Translate into English:

দূষণের যে রূপটি থেকে আমরা নগরবাসীরা কেউ মুক্ত নই তা হচ্ছে বায়ুদূষণ ও শব্দ দূষণ। দূষিত বায়ু সেবন অনেক বেশি সংখ্যক রােগব্যাধির জন্য দায়ী। যানবাহনজনিত পরিবেশ দূষণের সঙ্গে ওতপ্রােতভাবে জড়িয়ে আছে শব্দ দূষণের বিষয়টি। এটি শিশুদের শারীরিক ও মানসিক গঠন বাধাগ্রস্ত করে, কমিয়ে দেয় শ্রবণশক্তি। এর পরােক্ষ প্রভাবে তাদের মস্তিষ্কের ভারসাম্য রক্ষার স্থায়ী ক্ষতি হয়। প্রাপ্তবয়স্ক নাগরিকের অন্দ্রিা, বিরক্তি, দুশ্চিন্তা ও হৃদরােগের পিছনে রয়েছে শব্দ দূষণের প্রত্যক্ষ প্রভাব। বিপুল জনগােষ্ঠীর সচেতনতা এবং সরকারি উদ্যোগ ও সুধু তদারকি থাকলে আমাদের আশাবাদী হতে দোষ নেই।

Created: 3 months ago | Updated: 2 months ago