স্কেলার গুণন ও ভেক্টর গুণন চিত্রসহ ব্যাখ্যা করুন।
কাজ শক্তি উপপাদ্যটি বিবৃত ও প্রমাণ করুন ।
রহিম 200g ভরের একটি বস্তুকণাকে 80cm লম্বা সুতার সাহায্যে বৃত্তাকার পথে অনুভূমিক তলে প্রতি মিনিটে 90 বার ঘুরাচ্ছে। অপরদিকে করিম 150g ভরের একটি বস্তুকণাকে 60cm লম্বা সুতার সাহায্যে বৃত্তাকার পথে উলম্বতলে প্রতি মিনিটে 120 বার ঘুরাচ্ছে। রহিম কর্তৃক ঘুরানো বস্তুটির যে কোনো বিন্দুতে এবং করিম কর্তৃক ঘুরানো বস্তুটির সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কি একই হবে?
গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলো বিবৃত ও ব্যাখ্যা করুন ।
পৃথিবী পৃষ্ঠ হতে h গভীরতায় অভিকর্ষজ ত্বরণের রাশিমালা প্রতিপাদন করুন।
2.5 mm ব্যাসার্ধ ও 20cm দৈর্ঘ্যের একটি বৃহৎ ধমনীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। ধমনীর দু'প্রান্তের চাপের পার্থক্য 380 Pa হলে, রক্তের গড় বেগ নির্ণয় করুন। রক্তের সান্দ্রতা গুণাংক η = 0.0027Ns/m2.
প্রত্যাগামী প্রক্রিয়া ও অপ্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখুন ।
দেখান যে, গ্যাসের অণুর গড় মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যাস্তানুপাতিক ।
একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা প্রতিপাদন করুন।
বায়োট সাভার্টের সূত্রের সাহায্যে একটি তড়িৎবাহী লম্বা সরল পরিবাহীর পার্শ্বে কোনো বিন্দুতে চৌম্বক আবেশ (B) নির্ণয় করুন।
একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করুন।
একক চিরের দরুন অপবর্তন ব্যাখ্যা করুন।
A ও B দু'টি সুরেলী কাটা একত্রে শব্দায়িত করলে 5টি বীট উৎপন্ন হয়। A কে একটু ঘষে পুনরায় শব্দায়িত করলে একই সংখ্যক বীট উৎপন্ন হয়। B এর কম্পাংক 510 Hz হলে ঘষার পূর্বে ও পরে A এর কম্পাংক কত?
পপুলেশন ইনভার্সন ও অপটিক্যাল পাম্পিং বলতে কী বুঝেন?
প্রমাণ করুন যে E = mc2 যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থবহন করে
আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণটি ব্যাখ্যা করুন।
কোয়ান্টাম বলবিদ্যার স্বীকার্যসমূহ লিখুন ।
কোনো ধাতুর সূচন তরঙ্গ দৈঘ্য 5000 Å । ঐ ধাতুটিকে যদি 4000 Å তরঙ্গ দৈঘ্যের আলো দ্বারা আলোকিত করলে নিংসৃত ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করুন।
বাইন্ডিং এনার্জি কী? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন চিত্রসহ ব্যাখ্যা করুন ।
নিউক্লিয়ার শেল মডেল আলোচনা করুন।
এক্সরে ও আলট্রাসনোগ্রাফির ব্যবহার আলোচনা করুন ।
টীকা লিখ : ইসিজি ও ইটিটি।
ভোল্টেজ রেগুলেটর হিসাবে জেনারডায়োডের কার্যনীতি চিত্রসহ ব্যাখ্যা করুন ।
একটি ট্রানজিস্টার কীভাবে বিবর্ধক হিসাবে কাজ করে চিত্রসহ ব্যাখ্যা করুন।
সুপার কন্ডাকটরের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন।
ব্যান্ড তত্ত্বের আলোকে, পরিবাহী, অর্ধপরিবাহী ও অন্তরক চিত্রসহ ব্যাখ্যা করুন।
তিন চলকের জন্য ডি মরগ্যানের উপপাদ্যদ্বয় লিখুন এবং সত্যক সারণির সাহায্যে যাচাই করুন।
দু'টি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখান ।
সি++ প্রোগ্রামের ক্ষেত্রে ধ্রুবক এবং ভ্যারিয়েবল ব্যাখ্যা করুন।
মনিটর থেকে ১ হতে ১০ পর্যন্ত সংখ্যা প্রদর্শনের জন্য while loop এবং do while loop ব্যবহার করে আলাদাভাবে দু'টি প্রোগ্রাম লিখুন।