ধণাত্মক অর্থনীতি সম্পর্কে কোন মতভেদ দেখা দিলে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে সেগুলো গ্রহণ অথবা বর্জন করা যায়। অন্যদিকে, নীতিবাচক অর্থনীতির ক্ষেত্রে মতভেদ দেখা দিলে বাস্তব তথ্য দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো গ্রহণ বা বর্জন বা যায় না। ইতিবাচক অর্থনীতি তথ্যনির্ভর, এর সঙ্গে মূল্যবোধের কোনরূপ সম্পর্ক নেই।
বাজার অর্থনীতিতে সরকারের কোন ভূমিকা থাকেনা, পূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে দাম নির্ধারিত হয়। বাজারে কম চাহিদা কিংবা অতিরিক্ত যোগান থাকলে সেটা চাহিদা ও যোগান রেখার স্থানান্তরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সাম্যাবস্থায় ফিরে আসে।
কারণ দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে। ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ায় চাহিদা রেখার ঢাল ঋণাত্মক হয়, এবং এই রেখা ডানদিকে নিম্নগামী হয়।
স্বল্পকালীন গড় ব্যয় রেখা ‘U’ আকৃতির হয় কেন? ব্যাখ্যা করুন।
ব্যাখ্যাঃ গড় উৎপাদন সর্বোচ্চ হলে এক সময় SAC সর্বনিম্ন স্তরে পৌঁছে। এরপর পরিবর্তনশীল উপকরণের প্রান্তিক উৎপাদন শূন্যের দিকে অগ্রসর হলে SAC পুনরায় বৃদ্ধি পায়। সুতরাং দেখা যায় যে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি স্বল্পকালে কার্যকর থাকে বলে SAC রেখা 'U' আকৃতির হয়।