একটিনোমাইসিটিস কী?
DNA ভাইরাস ও RNA ভাইরাসের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যগুলো লিখুন।
পাঁচ জগতের শ্রেণিবিন্যাসের আলোকে ভাইরাসের অবস্থান কোথায়? উল্লেখ করুন।
ব্যাকটেরিয়ার জেনেটিক রিকম্বিনেশন সম্পের্কে লিখুন।
স্লাইস মোল্ডস্ কী?
হাইপারপ্লাসিয়া ও হাইপারট্রফি সম্পর্কে সংজ্ঞা লিখুন।
প্রকৃতিতে ইনোকুলামের টিকে থাকার একটি কৌশল বর্ণনা করুন।
উদ্ভিদের অজানা রোগ নির্ণয়ে Koch'-এর স্বীকার্যসমূহ উল্লেখ করুন।
ক্লোরোফাইসি ও ফিওফাইসি শ্রেণির শৈবালের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো লিখুন।
Oedogonium-এর যৌনজননের চিহ্নিত চিত্র আঁকুন ।
ফাইটোপ্লাংকটন কী?
একটি বায়বীয় ও একটি অর্ধ-বায়বীয় শৈবালের নাম লিখুন।
ইউট্রফিক লেক সম্পর্কে লিখুন।
একটি জলজ ইকোসিস্টেমের সচিত্র বর্ণনা করুন
Ex-Situ ও In Situ কনজারভেশনের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে লিখুন।
নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন।
Bryopsida গ্রুপের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখুন।
Marchantia ও Porella-এর অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের পার্থক্য করুন।
বিভিন্ন প্রকার Stele-এর গাঠনিক চিত্র আঁকুন।
প্যারেনকাইমা ও স্কেলেরেনকাইমা টিস্যুর গঠন ও কাজ উল্লেখ করুন ।
একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের পার্থক্য লিখুন ।
জাতিজণিত শ্রেণিবিন্যাসের নীতিমালা আলোচনা করুন।
Fabaceae এবং Rubiaceae শ্রেণির তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখুন ।
চক্রীয় ফাটোফসফরাইলেশন প্রক্রিয়াটি বর্ণনা করুন।
ফাটোফসফরাইলেশন ও অক্সিডেটিভ ফসফরাইলেশন এর মধ্যে পার্থক্য লিখুন ।
DNA-এর ভৌত ও রাসায়নিক গঠন সম্পর্কে লিখুন।
লেপ্টোটিন
জাইগোটিন
প্যাকাইটিন
মেন্ডেলের সূত্রগুলো উল্লেখ করুন ।
বিভিন্ন প্রকার RNA সম্পর্কে লিখুন।
প্রমাণ করুন—একমাত্র নিউক্লিক এসিডই বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক।
উন্নত জাত উদ্ভাবনে টিস্যুকালচারের ভূমিকা উল্লেখ করুন।
DNA অনুলিপন কী? DNA অনুলিপনে অংশগ্রহণকারী এনজাইমসমূহের নাম ও কার্যাবলি লিখুন।
বাংলাদেশের সবজি হিসেবে বেগুন অথবা আলুর চাষ পদ্ধতি লিখুন।
উদ্ভিদের অঙ্গজ বংশবৃদ্ধিতে গ্রাফটিং ও বাডিং এর ভূমিকা উল্লেখ করুন।