রহিম 200g ভরের একটি বস্তুকণাকে 80cm লম্বা সুতার সাহায্যে বৃত্তাকার পথে অনুভূমিক তলে প্রতি মিনিটে 90 বার ঘুরাচ্ছে। অপরদিকে করিম 150g ভরের একটি বস্তুকণাকে 60cm লম্বা সুতার সাহায্যে বৃত্তাকার পথে উলম্বতলে প্রতি মিনিটে 120 বার ঘুরাচ্ছে। রহিম কর্তৃক ঘুরানো বস্তুটির যে কোনো বিন্দুতে এবং করিম কর্তৃক ঘুরানো বস্তুটির সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কি একই হবে?