একটি ইলেকট্রনকে V বিভব পার্থখ্যের মধ্যে রাখলে, ইলেকট্রনের বেগ v এবং প্রযুক্ত বিস্তর পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটি?
শূন্য ভর এবং E শক্তিবিশিষ্ট একটি কণার ভরবেগ কোনটি?
একটি রান্নাঘরের দেয়াল, সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটরের দরজা খুলে তা চালু রাখা হলে রান্নাঘরের তাপমাত্রা-
একটি প্রত্যাবর্তী চক্রাকার প্রক্রিয়ার এক চক্রের পরে নিচের কোনটি শূন্য নাও হতে পারে? (এখানে = অন্তস্থ শক্তি, P = চাপ, W = সিস্টেমের দ্বারা কৃতকাজ, S = এনট্রপি)
A→=(3i^+2j^-2k^) এবং B→=i^+j^-4k^ হলে A→ ও B এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কত?
5 কেজি ভরের একটি বস্তু মধ্যাকর্ষণের প্রভাবে 40 মি./সে. বেগে নিচে পড়ছে। কি পরিমান সমবল তাকে 4 সেকেন্ডে থামিয়ে দিবে?
কোন সিস্টেমের শক্তি রূপান্তরের ক্ষমতা বা অম্ভব্যতাকে বা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্ততাকে কী বলা হয়?
10° C তাপমাত্রায় 5kg পানিকে 100°C তাপমাত্রায় উত্তীর্ণ করতে এন্ট্রপির পরিবর্তন কত?( বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3.36×105Jkg-1)
নিচের কোনটি সত্য নয়?
একটি পানিপূর্ণ সুইমিংপুলের গভীরতা 10 m এবং ব্যাস 6m । একটি পাম্প অর্ধ ঘন্টায় সুইমিংপুলকে পানি শূন্য করতে পারে। পাম্পের ক্ষমতা কত? (পানির ঘনত্ব, ρ=103kgm-3)
একটি সাইরেন হতে উদ্ভুদ শব্দের কম্পন সংখ্যা 1000 Hz । তোমার নিকট হতে সাইরেনটি 10ms-1 বেগে সরে যেতে তাকলে তুমি যে শব্দ শুনবে তার কম্পাঙ্ক কত? বায়ুতে শব্দের বেগ 332ms-1।
স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমাুনপাতিক -এটি কার সূত্র?
কোন স্থানে পৃথিবীর চৌম্বকক্ষেত্রকে সম্পূর্ণরূপে বর্ণনা করার জন্য নিচের কোনটির প্রয়োজন নেই?
দুটি সমমানের ভেক্ট্রর একটি বিন্দুতে ক্রিয়াশীল। এদের লব্ধি মান যে কোণ একটি ভেক্টর এর সমান। ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
চন্দ্র পৃষ্ঠে দুই ব্যক্তির আলাপ করলে-
5Ω এর চারটি রোধকে একবার শ্রেণী সমবায়ে এবং আর একবার সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হলো। ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
একটি ক্রটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক চাপ গলিত বরফে 5°C এবং জলীয় বাষ্পে 99°C পাঠ দেয়। যখন উক্ত থার্মোমিটার 28°C পাঠ দেয় তখন প্রকৃত তাপমাত্রা কত হবে?
ইউরেনিয়ামের এর অর্ধায়ু কত?
16×106V গতিশক্তি ইলেকট্রনের ভর কত?
পৃথিবীর জন্য কোন বস্তুর মুক্তিবেগ 11.2kms-1 , সূর্যের জন্য মুক্তিবেগ কত হবে?