একটি বিদ্যুৎ পরিবাহী লম্বা সরল তার থেকে 2 cm দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান (10-6T হলে তারটির মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ এর পরিমাণ কত?
21483 Bi আইসোটোপ হতে একটি আলফা কণা নিঃসরণ এর ফলে প্রোডাক্ট আইসোটোপ হবে -
নিচের মিশ্রিত একক গুলির মধ্যে কোনটি ওয়াট এর সমতুল্য নয়?
r দূরত্বে রাখা দুটি ক্ষুদ্র কণার মধ্যে পরস্পর মধ্যাকর্ষীয় আকর্ষণ বল F , কণা দুইটির মাঝখানে একটি ভারী লোহার পাত রাখা হলে এখন তাদের মধ্যে পরস্পর আকর্ষণ বল কত?
বর্তনীতে B এবং C বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত ?
লেখচিত্রে একটি তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের পরিবর্তন দেখানো হয়েছে । তারটির রোধ কত?
চিত্রে দেখানো পথ দিয়ে একটি 4.0 N ওজনের পাথরকে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রে p বিন্দু থেকে R বিন্দুতে স্থানান্তরিত করা হল পাথরটির স্থিতি শক্তি কত বৃদ্ধি পেল?
একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60° কোণে 200 N বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকারী বল কত?
একটি পাথরকে ভূমি থেকে 45 m উঁচু দালানের উপর থেকে ভূমির সমান্তরালে 16 ms-1 বেগে নিক্ষেপ করা হলো। পাথরটির ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে?
পৃথিবী পৃষ্ঠ হতে কোন বস্তুকে কি পরিমাণ বেগে উৎক্ষেপ করলে তা আর ভূ-পৃষ্ঠে ফিরে আসবে না ?
প্রান্তিক বেগের ক্ষেত্রে নীট ত্বরণ-
নিচের কোনটি বলটি সবচেয়ে দুর্বল ?
সরল ছন্দিত স্পন্দনরত কণার ক্ষেত্রে সর্বোচ্চ বেগ নির্দেশ করে কোনটি ?
তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনটির রোধ বৃদ্ধি পায় ?
অষ্টক হচ্ছে সেই উপসুর যার কম্পাঙ্ক অন্য একটি সুরের কম্পাঙ্কের-
K^×i^ = কত ?
গোলকীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলে দর্পণের-
20 N এবং 60 N মানের দুটি ভেক্টর রাশির মধ্যকার কোণ 30° । রাশি দুটির লব্ধির মান কত ?
বৃত্তকার পথে 72 Kmh-4 সমদ্রুতিতে চলমান কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 ms-2 হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত ?
যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের তাপমাত্রা স্থির রেখে গ্যাসীয় পদার্থের চাপ ও আয়তন পরিবর্তন ঘটানো হয়, তা নিম্নের কোন প্রক্রিয়া ?