একটি স্টীলের তারের দৈর্ঘ্য 2m এবং প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল 0.8×10-6m2। তারের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকানো আছে। অন্য প্রান্তে কত বল প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য 0.5mm বৃদ্ধি পাবে। স্টীলের ইয়ং গুণাংক2.0×1011N/m2 ।
0°C তাপমাত্রায় কোন গ্যাসের চাপ 3×105Pa হলে 60°C তাপমাত্রায় এর চাপ কত হবে?
কোন স্তম্ভের শীর্ষবিন্দু থেকে 19.5 ms-1 বেগে কোন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে 5 সেকেন্ড পর সেটি ভূমিতে পড়ল । স্তম্ভের উচ্চতা কত?
20cm ফোকাস দুরত্বের একটি উত্তল লেন্সকে 30cm ফোকাস দূরত্বের একটি অবতল লেন্সের সংস্পর্শে রাখা হল। তুল্য লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় কর?
0°C তাপমাত্রায় 3kg বরফকে 0°C তাপমাত্রায় পানিতে পরিণত করলে এনট্রপির পরিবর্তন কত হবে? বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ পানিতে = 3.36×105 J/kg
একটি সুরেলী কাঁটা প্রতি সেকেণ্ডে 200 বার কাঁপে এবং উহা হতে শব্দ 3 সেকেণ্ডে 1200 মিটার দূরত্ব মিটার অতিক্রম করে। বায়ুর মধ্যে দৈর্ঘ্য কত নির্ণয় কর।
27°C তাপমাত্রায় 1kW একটি ইলেকট্রিক কেতলিতে 2 litre পানি আছে। কেতলিটিকে 10 মিনিটের জন্য অন করা হলো । যদি চারপাশে তাপ হ্রাসের হার 160J/sec হয় তবে 10 মিনিটে কেতলির তাপমাত্রা কত হবে?
36 km/hr একটি ট্রেন কোন স্থানকে বেগে অতিক্রম করার 2m/sec2 পর সুষম ত্বরণে চলে। 10 sec পরে ট্রেনটির গতিবেগ কত হবে?
শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা হতে প্রতিফলকের নূন্যতম দূরত্ব কত হবে?
একটি পানিপুর্ণ কুয়ার ব্যাস 4m এবং গভীরতা 12m । একটি পাম্প 20 minute - এ এটাকে পানি শূন্য করতে পারে। পাম্পটির ক্ষমতা নির্ণয় কর।
একটি তেজস্ক্রীয় মৌলের অর্ধায়ু 140 দিন। 560 দিন পরে এক গ্রাম তেজস্ক্রীয় মৌলের উপাদান হ্রাস পাবে-
ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। পর্দার প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে হলে চির থেকে পর্দার দূরত্ব D কে কীভাবে পরিবর্তন করতে হবে?
একটি ব্রিজ রেক্টিফায়ার বর্তনীর ইনপুট সংকেতের কম্পাঙ্ক 50 Hz হলে এর আউটপুট সংকেতের কম্পাঙ্ক কত হবে?
বৃষ্টির একটি বড় ফোঁট ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হলে, বড় ফোঁটাটির তুলনায় ছোট ফোঁটাগুলোর সমষ্টিগত ক্ষেত্রফল-
একটি বস্তুকণার মোট শক্তি এর স্থির ভর শক্তির দ্বিগুণ। আলোর দ্রুতি c হলে, কণাটির দ্রুতি কত?
একটি সুতার একপ্রান্তে একটি বস্তুকে বেঁধে উলম্বভাবে বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে। বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির কো 3gr (r = বৃত্তের ব্যাসার্ধ এবং g অভিকর্ষজ ত্বরণ) হলে, বৃত্তের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাত কত হবো
6Ω এবং 12Ω মানের দুইটি রোধ সমান্তরালে সংযুক্ত আছে। এই সমান্তরাল সংযোগকে একটি 4Ω মানের রোধ এবং 24 V ব্যাটারির সাথে সিরিজে সংযুক্ত করা হলো। উক্ত সংযোগে 6Ω রোধের ভিতরে প্রবাহিত তড়িৎ-এর পরিমাণ কত? পদার্থবিজ্ঞান
একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না?
একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য x পরিমাণ বৃদ্ধি করলে, রবার ব্যান্ডে সৃষ্ট প্রত্যাবর্তী বল হলো F=ax+bx2 (এখানে a এবং b ধ্রুবক)। রবার ব্যান্ডটিকে x = 0 থেকে x = L পর্যন্ত বৃদ্ধি করতে কৃত কাজের মান কত?
6d2xdt2+150x=0 তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত?