10,000 kg জ্বালানীসহ একটি রকেটের ভর 15000 kg । জ্বালানী যদি 200 kg/s হারে পুড়ে রকেটের সাপেক্ষ 2000 m/s বেগে নির্গত হয়, তাহলে রকেটের উপর উপযুক্ত ধাক্কা বা থ্রাষ্ট কত?
দুইটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ , অন্য কণার ভর তিনগুণ করা হয় এবং একই সাথে তাদের মাঝের দুরত্ব দ্বিগুণ করা হয়?
কৌণিক ব্যাসার্ধের একক কোনটি ?
পানির বৈধ বিন্দুর চাপ কত ?
কেপলারের আবর্তনকালের সূত্র কোনটি ?
একটি মোটর মিনিটে 5.5 × 105 kg পানি 100m উপরে তুলতে পারে, মোটরটির দক্ষতা 70% হলে ক্ষমতা কত ?
কোনো বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে এটি কৃত্তিম উপগ্রহে পরিণত হবে?
যদি স্পর্শ কোন 90° এর বেশি হয়,তবে কৌশিক নলে তরলের অবস্থা কেমন হবে?
মৌলিক বলগুলোর মধ্যে সবচেয়ে সবল বল কোনটি ?
ভূমির সাথে 90° কোণে v বেগে নিক্ষিপ্ত কোনো প্রক্ষেপকের সর্বাধিক উচ্চতা হবে -
একটি তারের রোঘ 8 Ω , তারটিকে টেনে তিন গুণ লম্বা করা হলো । এর রোধ হবে -
নিচের কোনটি মাত্রাগতভাবে মহাকর্ষীয় প্রাবল্যের সমতুল্য?
বস্তুর যে ধর্মের জন্য গ্লাসের গায়ে পানির ফোঁটা লেগে থাকে তা হলো -
5 ft লম্বা এক ব্যক্তি একটি খাড়া সমতল দর্পণে তার পূর্ণ প্রতিবিম্ব দেখতে চায়।এ ক্ষেত্রে দপর্ণের নূন্যতম উচ্চতা কত হওয়া উচিৎ ?
কোন পদার্থ গ্যাসীয় অবস্থা হতে তরল অবস্থায় উন্নীত হলে-
নিচের কোনটি সরণ বনাম সময় লেখচিত্রটি সমবেগে চলমান বস্তুর গতি ব্যক্ত করে?
কোন গ্যাস অনুর ব্যাস 3×10-10m এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 6×1020m হলে অণুর গড় মুক্তপথ কত ?
তাপমাত্রা পরিবর্তনের জন্য নিচের কোনটি চৌম্বকত্ব হারায় না ?
লেজার আলো একটি প্রিজমের ভিতর দিয়ে গেলে কি ঘটে ?