0°C তাপমাত্রায় 5kg ভরের একখন্ড বরফ কত উচ্চতা হতে অভিকর্ষের টানে পড়লে তা সম্পূর্ণরূপে গলে যাবে?
কোন তরঙ্গের বিস্তার 2m হলে t=T/3 সময়ে কম্পনের উৎস থেকে x=λ/6 দূরত্বে অবস্থিত বিন্দুর সাম্যাবস্থান থেকে সরণ কত হবে?
β কণার ভেদন ক্ষমতা α কণা অপেক্ষা প্রায় -
কেবলমাত্র সেসব পদার্থই তেজস্ক্রিয়তা প্রদর্শন করতে পারে, যে সব মৌলিক পদার্থের পারমানবিক সংখ্যা-
0.4 m2 একটি তল 4×10-5 T সুষম চৌম্বকক্ষেত্রের সাথে 30° কোণ তৈরি করে। তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত ?
নিচের কোন রাশিটি ঘূর্ণন গতি নির্দেশ করে?
বিদ্যুৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার কারণ কি?
একটি স্প্রিং এর একপ্রান্তে ঝোলানো একটি ভরকে দ্বিগুণ করা হলে কম্পাংক -
একটি সরল দোলকের দৈর্ঘ্য 4 ফুট। কোন স্থানে অভিকর্ষীয় ত্বরণ 32 ফুট/সে2 হলে ওই স্থানে দোলকটির দোলনকাল হবে
জ্যাগারের পদ্ধতিতে কি নির্নয় করা যায়?
একটি পণ্যের এক প্রতি ব্যয় হ্রাস পায় কখন?
“ব্যবসায় উদ্যোগ এমন একটি গতিশীল প্রক্রিয়া, যা বর্ধিত সম্পদ সৃষ্টি করে”–এটি কার মতবাদ?
সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্যে যে বিষয়টি বিবেচনা করা হয় না, তা হলো-
সমমাত্রিক সাম্যবস্থায় কয়টি দশা থাকে?
একটি বস্তু স্থিতিশীল অবস্থা হতে যাত্রা করে 5 ফুট/সে২ সমতরণে চলতে লাগল। কতক্ষণ পর এর বেগ 75 মেইল/ঘন্টা হবে?
একটি রোধের দুই তারের দৈর্ঘের অনুপাত 1 :2 হলে,এদের ব্যাসের অনুপাত হবে?
একটি ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারী তারের পাক সংখ্যায় অনুপাত 10 : 1 ।সেকেন্ডারীতে 10Q রোধ লাগানো আছে । যদিও প্রাইমারীতে টো০ভ প্রয়োগ করা হয় তাহলে এখানে প্রবাহ কত?
পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে, অভিকর্ষজ ত্বরণের মান হবে-
27°C তাপমাত্রায় 3gm নাইট্রোজেনের মোট গতিশক্তি কত?
যে সমস্ত তরল দ্বারা কাঁচ ভিজে না তাদের স্পর্শকোণ হবে-