100W ক্ষমতা সম্পন্ন একটি হিটারে 2kg ভরের একটি কপার খণ্ডকে 40s যাবৎ তাপ দেয়া হলে খণ্ডটির তাপমাত্রা কত বৃদ্ধি হবে ?(কপারের আপেক্ষিক তাপ 400j/kgk)
একটি বাড়ির মেইন মিটারে 220V, 5A চিহ্নিত করা আছে। ওই বাড়িতে নিরাপদ ভাবে 100W এর সর্বোচ্চ কতটি বাল্ব ব্যবহার করা যাবে ?
কোনটি টানা তারের আড় কম্পনের সূত্র -
বায়ু সাপেক্ষে পানি ও কাঁচের প্রতিসরাংক যথাক্রমে 4/3 এবং 3/2 কাঁচ সাপেক্ষে পানির প্রতিসরাংক কত?
একটি নভো-দুরবীক্ষণ যন্ত্রের অভিলক্স এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 20 cm ও 2 cm , অসীম দুলত্বে ফোকাসিং এর জন্য অভিলক্স ও অভিনেত্রের মধ্যে দূরত্ব ও সৃষ্ট বির্বধন কত?
দর্পণের সামনে খুব নিকটবর্তী একটি বস্তু স্তাপন করা হলে বস্তুটির বড় আকারের অবাস্তব সোজা প্রতিবিম্ব পাওয়া যায়, সেক্ষেত্রে দর্পনটি-
একটি টাংস্টেন বাতির পৃষ্ঠ ক্ষেত্রফল 0.3 cm2 । এটি 3000 k তাপমাত্রায় আলো ছড়াচ্ছে। বিকিরিত শক্তির হার কত? (σ=5.67×10-8Wm-2K-4)
একটি বৈদ্যুতিক বাল্বে 40 W -220 V চিহ্নিত করা আছে। বাল্বটির রোধ কত?
3 মিটার দীর্ঘ সুষম AB তক্তার ওজন 50 kg এবং উহা A ও B বিন্দুতে খুঁটির উপর অবস্থান করছে। A বিন্দু হতে 1 মিটার দূরে তক্তার উপর 150 kg ওজনের একজন লোক দাড়াল। খঁটিদ্বয়ের উপর কি পরিমাণ চাপ পড়বে?
একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে একিট ডাই ইলেকট্রিক পাত স্থাপন কারায় এর সঞ্চিত শক্তি 5 গুন বৃদ্ধি পেল। পদার্থের ডাই ইলেকট্রিকধ্রবক এর মান কত?
কোন একটি তরঙ্গের উপস্থিতি দুটি বিন্দুর পথ পার্থক্য λ/2 হলে তাদের দশা পার্থক্য কত?
একটি অবতল দর্পনের 0.15 m ও 0.10 m সামনে অনুবনধী ফোকাস দুটি অবস্থিত স্থলে দর্পনের ফোকাস দূরত্ব কত?
10°C তাপমাত্রায় 5kg পানিকে 100°C তাপমাত্রায় উত্তীর্ণ করতে এন্ট্রপি পরিবর্তন কত হবে? (পানির আপেক্ষিক তাপ 4.2×103JKg-1K-1)
m ভরের একটি স্যাটেলাইট পৃথিবীকে কেন্দ্র করে r ব্যাসার্ধে পৃথিবী হতে h উচ্চতায় বৃত্তকার পথে ঘুরছে। পৃতিভীর ভর m হলে স্যাটেলাইটটির স্থিতি কত?
কোন শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতা 100 গুণ হলে ঐ মব্দের তীব্রতা লেভেল কত ডেসিমেল?
40°C কত °F এর সমান-
তেজস্ক্রিয় বিকিরণের সময় যে রশ্নি ডান বা বাম দিকে না দেখে সোজা চলে তাকে বলা হয় -
3ms-1 বেগে দৌড়ে যাবার কালে একজন লোক 6ms-1 বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে ?
রেডিয়ামের গড় আয়ু 2294 বছর। এর অর্ধায়ু কত>
কোন তরল পদার্থের প্রতিসরাঙ্ক 1.423 । শূন্যস্থানে আলোকের বেগ 108ms-1 হলে ঐ তরল পদার্থের আলোকের বেগ কত?