একটি বৃত্তাকার কুন্ডলীর ব্যাস 0.1 m এবং পাক সংখ্যা 25। কুন্ডলী দিয়ে 4.0 A বিদ্যুৎ প্রবাহ চললে ঐ কুন্ডলীরা কেন্দ্রে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কত হবে?
হাইড্রোজেন পরমাণুর প্রোটন ও ইলেকট্রনের মধ্যে বৈদ্যুতিক বল 8.1 ×10-8N হলে, কণা দুটির মধ্যে দূরত্ব কত?
একটি ইলেক্ট্রনের গতি শক্তি 0.36 eV । এর বেগ কত?
3×108 m/s
2.58 ×107 m/s
3.56 ×105 m/s
1.98 ×105 m/s
একটি সমতল নিঃসরণ গ্রেটিং এর দ্বারা সৃষ্ট বর্ণালী রেখার দ্বিতীয় ক্রম 30° অপবর্তন কোণ উৎপন্ন করে। যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5890 ×1010m হয়, তবে গ্রেটিং এর প্রতি মিটারে রেখার সংখ্যা নির্ণয় কর।
ফ্রান্সের আইফেল টাওয়ারের 0°F এ উচ্চতা 336 meter. গ্রীষ্মকাল সর্বোচ্চ তাপমাত্রা 100°F ও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা 0°F . গ্রীষ্মকালে টাওয়ারটি শীতকালের চেয়ে কতটা বড় হয়? টাওয়ারটি লোহার তৈরি ও লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α=12×10-6/°C
কোন পাইলট ভূমির সমান্তরাল প্লেনে করে প্রতি ঘন্টায় 200 km বেগে যাচ্ছিলেন। পাইলট প্লেন থেকে একটি বন্দুক ফায়ার করলেন এবং মাটি থেকে এর প্রতিধ্বনি 3 seconds পরে শুনলেন। বাতাসে শব্দের বেগ 340 m/sce হলে, ভূমি থেকে প্লেনের উচ্চতা নির্ণয় কর।
কোন অপবর্তন গ্রেটিংয়ের প্রতি সেন্টিমিটারে 6000 রেখা আছে। এর ভিতর দিয়ে 5896 A∘ তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ বের কর।
45∘
4×1015 Hz কম্পাঙ্কের বিকিরন কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ 3.6×10-19J গতিশক্তি সম্পন্ন ইলেক্ট্রন নির্গত হয়। ঐ ধাতুর সুচনা কম্পাঙ্ক কত?
দেখাও যে , কোন বস্তুকে ন্যূনতম 11.2 km/sec বেগে মহাশূণ্যের দিকে ছুড়ে মারলে বস্তুটি পৃথিবীর অভিকর্ষজ বলের আকর্ষণ কাটিয়ে উঠতে পারে। পৃথিবীর ব্যাসার্ধ = 6.4 ×106 m
পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি 80 N । যদি লব্ধি একটি বলের সঙ্গে 60° কোণে আনত থাকে, তবে বল দুইটির মান নির্ণয় কর।
একটি পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের উচ্চতা 15 m । 5 WM বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে টারবাইনের ব্লেডগুলোর উপর কত কেজি পানি পড়তে হবে?
একটি 120 W -60 V বাতিকে 100V DC লাইনে লাগানো হল। পূর্ণ উজ্বলতার জন্য বাতির শ্রেণী সমবায়ে কত রোধ লাগাতে হবে?
একটি স্টেপআপ ট্রান্সফারমারে 100 V সরবরাহ করে 2A প্রবাহ পাওয়া গেল। যদি মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1: 2 হয়, তবে গৌণ কুণ্ডলীর প্রাপ্ত ভোল্টেজ ও ট্রান্সফরমারের ক্ষমতা নির্ণয় কর।
রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক হচ্ছে-
একটি ধাতব গোলকের ভর 6mg। একটিকে 3m দীর্ঘ একটি সুতার প্রান্তে বেঁধে সেকেন্ডে 4 বার ঘুরানো হচ্ছে। এর কৌণিক ভরবেগ কত?
গতিশক্তি 4 গ্রণ বৃদ্ধি পেলে ভরবেগ কত হবে?
মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা সমীকরণ কোনটি?
তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটি?
6630×10-10m তরঙ্গদৈর্ঘ্যর ফোটনের শক্তি কত?
গতিশক্তি 4গুণ বৃদ্ধি পেলে ভরবেগ কত হবে?