বরফখন্ড পানিতে রাখলে এর কত ভাগ ভেসে থাকে?
কোন বস্তু আলোর বেগে চললে তার দৈর্ঘ্য হবে?
প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন মৌলিক বলটি দায়ী?
একটি গাড়ি চলাকালীন এর টায়ারের ভিতরে যে তাপগতীয় প্রক্রিয়া চলে তার নাম -
একটি রাস্তা 25 m ব্যাসার্ধে বাঁক নিয়েছে। ঐ স্থানে রাস্তাটি 5m চওড়া এবং এর ভিতরের কিনারা হতে বাহিরের কিনারা 0.4 m উঁচু। সর্বোচ্চ কত বেগে ঐ স্থানে নিরাপদে বাঁক নেওয়া সম্ভব?
5 m দৈর্ঘ্য ও 1 mm ব্যাসবিশিষ্ট তারে 25 kg ভরের ফলে দৈর্ঘ্য 0.1 mm প্রসারিত হলে তারটির সঞ্চিত শক্তির পরিমাণ কত?
একটি কার্নো ইঞ্জিন 227°C তাপমাত্রায় তাপ গ্রহণ করে ও 77°Cতাপমাত্রায় তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা কত?
একটি পোল্ট্রি ফার্মের মালিক মুরগির সংখ্যা 1000 থেকে 4000 করার সিদ্ধান্ত নিলেন। এর ফলে শব্দের তীব্রতার লেভেল কত বৃদ্ধি পাবে?
পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বিষুবরেখায় g এর মান -
কোনো ধাতুর কার্য-অপেক্ষক 0.5 eV । ধাতুটির উপর পৃথক পৃথকভাবে 1 eV এবং 2.5 eV শক্তির ফোটন আপতিত হলে, নিঃসৃত ফটোইলেক্ট্ররে সর্বোচ্চ গতিশক্তির অনুপাত হবে -
একটি বাল্বের গায়ে লেখা 220 V-60W । বাল্বটির রোধ কত?
একটি অ্যাম্বুলেন্স 8 kHz কম্পাঙ্কের হর্ন বাজাতে বাজাতে 36 km /hr সমবেগে একটি ভবনের দিকে অগ্রসর হচ্ছে। ভবনটি থেকে প্রতিফলিত শব্দের কম্পাঙ্ক অ্যাম্বুলেন্স চালকের কাছে কত বলে মনে হবে ? বাতাসে শব্দের বেগ 320 ms-1 ।
BTRC বঙ্গবন্ধু -2 নামে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। ঢাকার ভূর্পষ্ঠ হতে উপগ্রহটির উচ্চতা 3.6×104 km । ঢাকায় g=9.78 ms-2 এবং পৃথিবীর ব্যাসার্ধ R=6.4 ×106 । উপগ্রহটির বেগ কত হবে?
→A =i^-2j ^+ 5k^ এবং →B =mi^+6j^-10k^। m এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে?
h উচ্চতা থেকে একটি পিংপং বল ছেড়ে দিলে সেটা h দূরত্ব অতিক্রম করে ভূমিতে আঘাত করে। প্রতিবার আঘাতের সাথে সেটা 50 % শক্তি হারায়। বলটি h উচ্চতা থেকে একবার ছেড়ে দিয়ে যদি অসীম পর্যন্ত অপেক্ষা করা হয়, তবে সেটা মোট কত দূরত্ব অতিক্রম করবে?
কোনটি অসংরক্ষণশীল বল?
শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত প্রবাহিত হয়?
পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য -
ট্রানজিস্টরের সঠিক ব্যবহার কোনটি?
একটি হাতঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 2 cm হলে কাঁটাটির মধ্যবিন্দুর রৈখিক বেগ কত ms-1 ?