300Ω রোধ বিশিষ্ট একটি ইস্পাতের তারকে টেনে দৈর্ঘ্য 1.5 গুণ করা হলে রোধ হবে-
দক্ষিণ দিকে 30ms1 বেগে বায়ু প্রবাহিত হওয়ার সময় 30ms1 বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে। বৃষ্টি হতে রক্ষা পেতে হলে কতকোণে ছাতা ধরতে হবে?
পৃথিবীর ব্যাসার্ধ 6×106m হলে, ভূ-পৃষ্ঠে হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূ-পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের এক শতাংশ হবে?
R রোধের একটি তারকে দৈর্ঘ্য চারগুণ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/4 করা হলো। তারপর তারটিকে সমান চারটি অংশে বিভক্ত করে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ হবে-
পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সামন উচ্চতায় উপরে গেলে অভিকর্ষজ ত্বরণ হবে-
400 m উচ্চতা বিশিষ্ট মিনারের চুড়া থেকে এক খন্ড ধাতব ফেলে দেয়া হলো। পতনের সমস্ত শক্তি তাপে রুপান্তরিত হলো। 50% ভাগ তাপ ধাতব খন্ড দ্বারা শোষিত হলে তাপমাত্রার বৃদ্ধি কত হবে? ধাতব খন্ডের আপেক্ষিক তাপ 200JKg-1K-1
একটি সরল অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? স্পস্ট দর্শনের ন্যুনতম দূরত্ব 0.25m এবং ঐ যন্ত্রের বিবর্ধন 3।
একটি ক্ষেত্র 5→=5i^T এক খোলা পৃষ্ঠ A→=i→+j→-k→m2 এর সাথে 60° কোণ করে থাকলে চৌম্বক ফ্লাক্স কত হবে?
একটি বালক খাড়া উপরের দিকে একটি বল নিক্ষেপ করল। বলটি দুই সেকেন্ড পরে বালকটির কাছে ফিরে আসলে বলটির সর্বাধিক উচ্চতা হবে-
ভেক্টর A→=i^+k^। Y ও Z অক্ষের সাথে উৎপন্ন কোণ যথাক্রমে-
একটি ফেরো চৌম্বক পদার্থের চৌম্বক প্রবণতার মান-
6.630×10-24kg-ms-1 ভরবেগ সম্পন্ন একটি ইলেকট্রনের দ্য ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য হবে-
কোন একটি বস্তুর মোট শক্তি এর স্থিতিবস্থার শক্তির দ্বিগুণ। বস্তুটির দ্রুতি-
1cm ব্যাসার্ধের একটি পিতলের তারের অসহ পীড়ন 9.8×104Nm-2 ন্যূনতম কত ভর ঝুলালে তারটি ছিঁড়ে যাবে?
একজন ছাত্রের চশমার লেন্সের ক্ষমতা 0.25D। ছাত্রটি বিনা চশমায় কতদূর পর্যন্ত পরিষ্কার দেখতে পাবে?
কোন মাধ্যমে 400 Hz কম্পাঙ্ক 200 Hz কম্পাঙ্কের দুট শব্দের তরঙ্গদৈর্ঘ্যর পার্থক্য 2m হলে মাধ্যমে শব্দের দ্রুতি হবে-
কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?
টর্কের মাত্রা কোনটি ?
এক কিলোওয়াট - আওয়ার (k-Wh) সমান কত জুল ?
একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে এর গতি শক্তি কত গুণ হবে ?