A→=i^+2j^+k^ ভেক্টরটির B→=i^+j^ ভেক্টর অভিমুখে অংশক কত?
একটি গাড়ি সরলরৈখিক পথে স্থির অবস্থা থেকে 22ms-2 ত্বরণে 5s চলল, এরপর সমবেগ 10s চলে তারপর সম মন্দনে 3 s চলার পর তার গতি বেগ হর 7ms-1 । উক্ত মন্দনের মান কত ছিল?
0.24 m ব্যাসের একটি গোলাকৃতি পরিবাহীর পৃষ্ঠে 33.3×10-9C চার্জ দেওয়া হলো। গোলকের কেন্দ্র হতে 0.5 m দূরে তড়িৎ বিভব কত?
G এর মাত্রা সমীকরন কোনটি?
উত্তল লেন্স বস্ত f দূরত্বে রাখলে প্রতিবিম্ব-
কোণিক বেগ ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক কোনটি?
সাধারণ পানির তরঙ্গ
নিচের কোনটি বর্হিদহন ইঞ্জিন?
M.K.S পদ্ধতিতে চার্জের একক কি?
আদর্শ পরিবেশে পানির স্ফুটনাংক কত?
কোন তরঙ্গ মাধ্যমের কণাগুলো কখনও স্থির থাকে না?
পরিবহন ইলেকট্রনের শক্তির পাল্লা বা ব্যান্ডকে বলে-
কোনটি অপ্রত্যাগামী প্রক্রিয়া নয়?
নিম্নের কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয়?
প্রমাণ তীব্রতা থেকে শব্দের তীব্রতা কতগুণ বৃদ্ধি করলে তাকে 1 বেল বলে?
একটি বালক একটি বাড়ির ছাদে থেকে একটি বল 12.9 মি/সে. বেগে উপরের দিকে নিক্ষেপ করে 6 সেকেন্ডে নিচে নেমে মাটিতে পড়ার মুহূর্তে বালকটি ধরতে পারে। বাড়ির উচ্চতা কত?
একটি বল খাড়া উপরে ছোড়া হলো। যে ধ্রুবক থাকবে তা হল-
একজন লোক একটি 10 কেজি ভরকে 20 সেকেন্ড সময়ে 10 মি উপরে তুলতে পারে এবং অপরজন 20 কেজি ভরকে 10 মি উপরে তুলতে পারে এবং অপরজন 20 কেজি ভরকে 10 সেকেন্ড সময়ে 20 মি. উপরে তুলতে পারে। প্রথম জনের সাপেক্ষে দ্বিতীয় জনের কাজ করার ক্ষমতার অনুপাত হবে -
কোন বস্তুর ভর 20 কি.গ্রা. এবং তার আদি ভরবেগ 200 কি. গ্রা. মি/ সে. । 10 সেকেন্ড পর বস্তুটির ভরবেগ 300 কি. গ্রা. মি/সে. হলে বস্তুটির ত্বরণ -
0.4 কি. গ্রাম ভরে একটি ছোট বস্তুকে 50 সেন্টিমিটার লম্বা সুতার প্রান্তে বেঁধে একটি আনুভূমিক বৃত্তের চারদিকে 4.0 রেডিয়ান /সে. কৌণিক দ্রুতিতে ঘুরানো হচ্ছে। সুতার টান নিউটনে -