শূন্য স্থানের ভেদ্যতা কত ?
যে যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ , বিভব পার্থক্য ও রোধ মাপা হয় , তাকে কি বলে ?
টেসলা কিসের একক ?
চৌম্বক আবেশ এবং চৌম্বক তীব্রতার অনুপাতের নাম কি ?
বাস্তব এবং লক্ষ্য বস্তুর সমান বিম্ব পেতে হলে অবতল দর্পনের সাপেক্ষে লক্ষ্য বস্তুকে কোথায় রাখতে হবে ?
পানের প্রতিসারঙ্ক 43 হলে, পানিতে আলোর বেগের মান কত ?
একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 6000A0 । এর কম্পাঙ্ক কত ?
হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থার শক্তি কত ?
নিচের কোনটি আলোর ব্যতিচারের জন্য দরকার নয়-
একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে ভূ-পৃষ্ঠ হতে 900 km উপরে থেকে বৃত্তাকার পথে ঘুরছে । পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং ভূ-পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণ 9.81 ms-2 হলে উপগ্রহটির বেগ কত?
যদি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ x - অক্ষ (i) বরাবর চলে এবং এর তড়িৎ ভেক্টর E,y- অক্ষ (j) বরাবর চলে থাকে, তাহলে এর চুম্বকীয় ভেক্টর H এর দিক হবে -
10-28 Kg ভরের একটি কণা ভরহীন ফোটনে ক্ষয় হলে, কত শক্তি বের হবে ?
n-p-n ট্রানজিস্টর এ ইলেক্ট্রনের মূল প্রবাহ কি?
3kg ভরের একটি পাথরকে 30 m/s বেগে উপরের দিকে নিক্ষেপ করা হল। 2s পর উহার গতিশক্তি কত?
20 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের একটি সান্ট যুক্ত করলে মোট তড়িৎ প্রবাহমাত্রার 1% গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যাবে?
একটি ক্যামেরা লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার। যদি ক্যামেরা লেন্স থেকে 2 মিটারে দূরে দাঁড়ানো একজন বালককে ফোকাস করা হয়, তবে লেন্স থেকে ফিল্ম এর দূরত্ব কত?
3μF ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে একটি 200 volt ব্যাটারি দ্বারা পূর্ণ চার্জিত করা হলো। ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত?
একটি পরিবাহীর দৈর্ঘ্য l প্রস্থচ্ছেদ A, রোধ R এবং আপেক্ষিক রোধ ρ এদের মধ্যে সম্পর্ক কি?
পানি ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 এবং 1.47 । এদের মধ্যকার সঙ্কটকোণ কত?
বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে পঞ্চযোজী অপদ্রব্য মিশালে তৈরি হয় -