একটি পেণ্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হলো। ঘড়িটি
একটি সরল দোলকের ববের ত্বরণের সর্বোচ্চ মান হবে -
একটি স্টীলের তারের দৈর্ঘ্য 2.0 মি. এবং প্রস্থচ্ছেদ 0.8×10-6 m2 । তারের উপরের প্রান্ত দৃঢ়ভাবে আটকান আছে। অন্য প্রান্তে কত নিউটন শক্তি প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য 0.05 মি.মি. বৃদ্ধি পাবে? (স্টীলের ইয়ং গুণাংক 2.0×1011N/m2 )
একটি বস্তুর বাতাসে ওজন 100 গ্রাম এবং পানিতে ওজন 80 গ্রাম । বস্তুর ঘনত্ব -
মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা 98.4 ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত হবে?
10 সেন্টিগ্রেড তাপমাত্রার 10 গ্রাম বরফকে 120 সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে ? (বরফ ও বাষ্পের আপেক্ষিক তা 0.5 )
একটি তাপ ইঞ্জিন 227° সেন্টিগ্রেড 102° সেন্টিগ্রেড এর মধ্যে ক্রিয়া করে । ইহার কর্মক্ষমতা কত?
নিউক্লিয়াস এটমের কেন্দ্রে অবস্থিত। ইহা কে আবিষ্কার করেন?
আলোক রশ্মি কাঁচ (প্রতিসরাঙ্ক =1.53) হতে পানিতে (প্রতিসরাঙ্গ = 1.33) যাবার সময় সীমানায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে । এখানে সঙ্কট কোণ -
9 সে. মি. বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের 5 সেমি দূরে একটি বস্তু রাখা হলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে?
বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.60 এবং বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 1.30 হলে পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত?
4 সেমি ব্যবধানে অবস্থিত দুটি সমধর্মী ও সমশক্তিসম্পন্ন মেরু পরস্পরকে 100 ডাইন বল দ্বারা বিকর্ষণ কের । এদের মেরু শক্তি হবে -
1 মিটার দূরে অবস্থিত দুটি সমান্তরাল তারের ভিতর দিয়ে একই দিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। তার দুটির মধ্যে বল হবে -
1 ম্যাইক্রোফ্যারাড এবং 3 মাইক্রোফ্যারাডে দুটি ধারককে একটি 60 ভোল্ট ব্যাটারির সাথে শ্রেণী সংযোগ করা হলো। প্রত্যেকটি ধারকের চার্জ কুলম্বে
একটি হুইটস্টোন ব্রীজের প্রথম, দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ বাহুতে যথাক্রমে 4 ওহম , 12 ওহম, 7 ওহম ও 17.5 ওহম রােধ যুক্ত আছে। দ্বিতীয় বাহুতে কি পরিবর্তন করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে?
কোন রডল্যাম্পের ভিতর দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তাতে 1 সেকেন্ড চার্জ প্রবাহের পরিমাণ হবে -
কোন তেজস্ক্রিয় পদার্থ তড়িৎক্ষেত্রে স্থাপন করলে যে রশ্মির উপর তড়িৎ ক্ষেত্রের কোন প্রভাব দেখা যায় না সেই রশ্মি হচ্ছে -
একটি টিউনিং ফর্ক যে শব্দ তরঙ্গ সৃষ্টি করে তার দৈর্ঘ্য 2.5 ফুট । বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ 1100 ফুট/সেকেন্ড হলে, উক্তি টিউনিং ফর্কের কম্পাঙ্ক কত?