1Js-1 সমান কত?
একটি 1.0 HP বৈদ্যুতিক মোটর এবং 1000W এর ইস্ত্রি এর মধ্যে কিভাবে তুলনা করা যায়।
কোনো তড়িৎ যন্ত্র প্রতি মিনিটে 7200 J কাজ সম্পন্ন করলে যন্ত্রটির ক্ষমতা কত?
একটি ক্রেনের সাহায্যে 800 kg ইস্পাত 20 s-এ 10 m উচ্চতায় উঠানো হলো। ক্রেনটি কত ক্ষমতা প্রয়োগ করেছিল?
50 kg ভরের একটি বস্তু 15 সেকেন্ডে 7.5 m উঁচুতে উঠতে পারলে তার ক্ষমতা কত হবে?
ইঞ্জিনের যে পরিমাণ শক্তি প্রদত্ত হয় সে পরিমাণ শক্তি ইঞ্জিন থেকে পাওয়া যায় না কেন?
প্রত্যেকটি ধাপে 10% শক্তি অপচয় হলে দুই ধাপে কত কর্মদক্ষতা?
প্রত্যেকটি ধাপে 20% শক্তির অপচয় হলে তিন ধাপ পর কর্মদক্ষতা কত?
1 kW মোটর ব্যবহার করে 15s এ 100 kg ভরের বস্তুকে 10 m উপরে তোলা হলে শক্তির অপচয় কত?
35 N ওজনের একটি বস্তু 5 m উচ্চতায় উঠাতে একটি মোটর ব্যবহৃত হয়। এটি 400 J বিদ্যুৎ শক্তি খরচ করে। মোটরটির কর্মদক্ষতা কত?
একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 45%। এতে ৭০। শক্তি সরবরাহ করলে তার কতটুকু কাজে রূপান্তর করবে?
10 kW ক্ষমতার একটি ইঞ্জিন হতে প্রাপ্ত লভ্য কার্যকর ক্ষমতা 5000 W হলে ইঞ্জিনটির কর্মদক্ষতা কত?
একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হলে কতটুকু শক্তি অপচয় হবে?
একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে 4 × 106 J. তাপশক্তি সরবরাহ করায় 2.64 × 106 J বিদ্যুৎশক্তি পাওয়া গেল। কেন্দ্রটির কর্মদক্ষতা কত?
কাজের পরিমাণ নির্ভর করে-
i. প্রযুক্ত বলের উপর
ii. সরণের উপর
iii. দূরত্বের উপর
নিচের কোনটি সঠিক?
মাহিন ভূমি হতে একটি ব্যাগ উঠিয়ে টেবিলের উপর রাখল। ব্যাগের উপর মাহিনের কৃতকাজ নির্ভর করে-
i. যে পথে ব্যাগটি টেবিলে উঠানো হয়েছে তার উপর
ii. ব্যাগের ওজনের উপর
iii. মাহিনের ওজনের উপর
যদি ইলেক্ট্রনের ভর 9.1 × 10-31 kg হয় তবে এর শক্তি কত?
আলোর বেগ কত?
নিউক্লিয় বিক্রিয়ায় একটন ইউরেনিয়াম থেকে প্রাপ্ত শক্তি কত টন কয়লা পোড়ালে পাওয়া যাবে?
কোন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা 7MW হলে উক্ত কেন্দ্রে সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দিয়ে প্রতি সেকেন্ডে কী পরিমাণ কাজ করা যাবে?