নবায়নযোগ্য শক্তির উৎস-
i. জোয়ার ভাটা
ii. সৌরশক্তি
iii. বায়োগ্যাস
নিচের কোনটি সঠিক?
নবায়নযোগ্য শক্তি হচ্ছে-
i. বায়ুশক্তি
ii. বায়ো ফুয়েল
iii. কয়লা
কোনগুলো নবায়নযোগ্য শক্তি?
i. কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল
ii. আলোক শক্তি, বায়ু শক্তি, ভূ-তাপ শক্তি
iii. সমুদ্রের জোয়ার ভাটা, বায়োমাস
সৌরশক্তির সাহায্যেই-
i. জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়
ii. সরাসরি তড়িৎ শক্তি পাওয়া যায়
iii. ক্যালকুলেটর, পকেট রেডিও, ইলেকট্রনিক ঘড়ি ইত্যাদি চালানো যায়
নিউক্লিয়ার রি-অ্যাকটরে-
i. কন্ট্রোল রড থাকে
ii. বিপুল পরিমাণ তাপ শক্তি নির্গত হয়
iii. জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহৃত হয়
ইউরেনিয়াম-235 এ -
i. 92 টি প্রোটন থাকে
ii. 143 টি নিউট্রন থাকে
iii. পারমাণবিক সংখ্যা 92
একটি ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ -
i. 200 MeV
ii. 1.6 × 10-19 eV
iii. 3.2 × 10-11J
নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ-
i. নিউক্লিয়ার বর্জ্য অত্যন্ত তেজস্ক্রিয়
ii. ইহা থেকে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়
iii. নিরাপদ মাত্রায় পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ বছর বর্জ্য সংরক্ষণ করতে হয়
কোন যন্ত্র দ্বারা 5 kg ভরের একটি বস্তুকে 2 মিনিটে 15m উচ্চতায় উঠানো হলো-
i. অভিকর্ষ বলের দ্বারা কৃতকাজ ধনাত্মক
ii. বস্তুর বিভর শক্তির পরিবর্তন 75 J
iii. যন্ত্রের কার্যকর ক্ষমতা 6.125 W
নিউক্লিয় বিক্রিয়ায় ভরশক্তি সমীকরণ কোনটি?
আলোর বেগ কত?
নিউক্লিয় বিক্রিয়ায় একটন ইউরেনিয়াম থেকে প্রাপ্ত শক্তি কত টন কয়লা পোড়ালে পাওয়া যাবে?
কোন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা 7MW হলে উক্ত কেন্দ্রে সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দিয়ে প্রতি সেকেন্ডে কী পরিমাণ কাজ করা যাবে?
5 কুইন্টাল ভরের লিফটকে 0.3 m s-1 বেগে উপরের দিকে তুলতে কত অশ্ব ক্ষমতার প্রয়োজ?
10 kW ক্ষমতার একটি ইঞ্জিন হতে প্রাপ্ত লভ্য কার্যকর ক্ষমতা 6 KW হলে ইঞ্জিনটির যান্ত্রিক দক্ষতা কত?
কাজের একক-
i. একটি লব্ধ একক
ii. kg m2 s-2
iii. joule
ধনাত্মক কাজের উদাহরণ হচ্ছে-
i. গাছ থেকে ফল মাটিতে পড়া
ii. ছাদ থেকে একটি ঢিল নিচে পড়া
iii. রকেটের উৎক্ষেপপ
শক্তির একক-
i. জুল
ii. নিউটন-মিটার
iii. ওয়াট
মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পড়ন্ত কোনো বস্তুর শক্তি পরিবর্তিত হলে-
i. বিভব হ্রাস পাবে
ii. গতিশক্তি বৃদ্ধি পাবে
iii. মোট শক্তি অপরিবর্তিত থাকে
বিভব শক্তি সঞ্চিত থাকে-
i. পানি যখন পাহাড়ের উপরে থাকে
ii. আমটি গাছ থেকে নিচে পড়লে
iii. টেবিলের উপর বই থাকলে