কোনো বস্তুর বিভবশক্তি বেশি হবে, যদি-
i. বলের মান বেশি হয়
ii. বস্তুর ভর বৃদ্ধি পায়
iii. বস্তুর অধিক সরণ ঘটানো হয়
নিচের কোনটি সঠিক?
বায়োমাস হচ্ছে-
i. জ্বালানি কাঠ
ii. ধানের তুষ
iii. পশু-পাখির মল
নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. E ∞ c
ii. E ∞ m
iii E ∞ c
ড্রাইসেল দিয়ে টর্চ জ্বালালে তড়িৎশক্তি রূপান্তরিত হয়-
i. তাপশক্তিতে
ii. রাসায়নিক শক্তিতে
iii. আলোক শক্তিতে
ML2T-3 মাত্রাটি হলো-
i. একক সময়ে কৃতকাজের
ii. ক্ষমতার
iii. একক সময়ে ব্যয়িত শক্তির
কর্মদক্ষতা-
i. 100% এর অধিক হতে পারে না
ii. একটি এককবিহীন রাশি
iii. লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাত
কোনটির জন্য বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়?
জ্বালানি শক্তির অপচয় হয় কোনটির জন্য?
নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটা অংশ?
সকল চলমান বস্তুতে কোনটি বিদ্যমান?
বস্তুর গতিশক্তি পূর্ব গতিশক্তির গুণ হলে বেগ পূর্ব বেগের কত গুণ হবে?
1260 J গতিশক্তিবিশিষ্ট কোনো দৌড়বিদের বেগ 6 m s-1 হলে তার ভর কত?
কোনো বস্তুর ভরবেগ সাংখ্যিকভাবে তার গতিশক্তির সমান হলে বস্তুর বেগ হবে-
তীর ছোঁড়ার পূর্ব মুহূর্তে তীর ধনুকে কোন শক্তি সঞ্চিত থাকে?
খেলনা গাড়ির স্প্রিংকে সংকুচিত করে কোন শক্তি সঞ্চয় করে রাখা হয়?
পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে কোন শক্তি বলে?
10 kg ভরের একটি বস্তুকে ভূমি হতে 30 m উচ্চতায় ছাঁদে তোলা হলো। ছাদে বস্তুটির বিভব শক্তি ও গতি শক্তির মোট পরিমাণ কত?
কোনটি অনবায়নযোগ্য শক্তি?
যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে কী বলে?
তড়িৎ মোটরে শক্তির রূপান্তর কোনটি?