5 কুইন্টাল ভরের লিফটকে 0.3 m s-1 বেগে উপরের দিকে তুলতে কত অশ্ব ক্ষমতার প্রয়োজ?
10 kW ক্ষমতার একটি ইঞ্জিন হতে প্রাপ্ত লভ্য কার্যকর ক্ষমতা 6 KW হলে ইঞ্জিনটির যান্ত্রিক দক্ষতা কত?
কাজের একক-
i. একটি লব্ধ একক
ii. kg m2 s-2
iii. joule
নিচের কোনটি সঠিক?
ধনাত্মক কাজের উদাহরণ হচ্ছে-
i. গাছ থেকে ফল মাটিতে পড়া
ii. ছাদ থেকে একটি ঢিল নিচে পড়া
iii. রকেটের উৎক্ষেপপ
শক্তির একক-
i. জুল
ii. নিউটন-মিটার
iii. ওয়াট
মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পড়ন্ত কোনো বস্তুর শক্তি পরিবর্তিত হলে-
i. বিভব হ্রাস পাবে
ii. গতিশক্তি বৃদ্ধি পাবে
iii. মোট শক্তি অপরিবর্তিত থাকে
বিভব শক্তি সঞ্চিত থাকে-
i. পানি যখন পাহাড়ের উপরে থাকে
ii. আমটি গাছ থেকে নিচে পড়লে
iii. টেবিলের উপর বই থাকলে
কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সালফারের ধোঁয়া নির্গমন করে যা-
i. খুবই তীব্র
ii. এসিড বৃষ্টির সৃষ্টি করে
iii. প্রাচীন পাথুরে খোঁদাই করা কাজ নষ্ট করতে ভূমিকা রাখে
বায়োমাস হচ্ছে-
i. জ্বালানি কাঠ
ii. ধানের তুষ
iii. পশু-পাখির মল
নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. E ∞ c
ii. E ∞ m
iii E ∞ c
ড্রাইসেল দিয়ে টর্চ জ্বালালে তড়িৎশক্তি রূপান্তরিত হয়-
i. তাপশক্তিতে
ii. রাসায়নিক শক্তিতে
iii. আলোক শক্তিতে
ML2T-3 মাত্রাটি হলো-
i. একক সময়ে কৃতকাজের
ii. ক্ষমতার
iii. একক সময়ে ব্যয়িত শক্তির
উঁচু তাকে রাখা এক সেট বই তুমি যখন হাত দিয়ে নিচে নামাবে, তখন-
i. তোমার দ্বারা কৃতকাজ ধনাত্মক
ii. অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ ধনাত্মক
iii. বইটি তোমার হতে শক্তি নিয়ে নেয়
একই এককবিশিষ্ট রাশি যুগল হলো-
i. কাজ ও শক্তি
ii. দ্রুতি ও বেগ
iii. ভার্নয়ার ধ্রুবক ও স্তূগজের ন্যূনাঙ্ক
কোনো গতিশীল বস্তুর গতিশক্তি চারগুণ হবে, যদি-
i. বেগ দ্বিগুণ হয়
ii. বেগ ও ভর উভয়ই দ্বিগুণ হয়
iii. বেগ দ্বিগুণ ও ভর অর্ধেক হয়
কোনো বস্তুর গতিশক্তি ৭ গুণ করতে-
i. 9 গুণ কাজ করতে হবে
ii. বেগ ও গুণ করতে হবে
iii. দূরত্ব 9 গুণ করতে হবে
স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভূমি স্পর্শ করার মুহূর্তে-
i. সমস্ত শক্তিই বিভবশক্তি
ii. সমস্ত শক্তিই গতিশক্তি
iii. বিভবশক্তি শূন্য
নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি E এবং বেগ হলে-
i. E ∞ v2
ii. E ∞ v
iii. E ∞ v
গাছ থেকে আম নিচের দিকে পড়তে থাকলে-
i. গতিশক্তি বৃদ্ধি পায়
ii. বিভবশক্তি হ্রাস পায়
iii. মোটশক্তি অপরিবর্তিত থাকে
পতনশীল বস্তুর ক্ষেত্রে-
ⅰ. গতিশক্তি ক্রমাগত বৃদ্ধি পায়
ii. ত্বরণ ক্রমাগত বৃদ্ধি পায়
iii. স্থিতিশক্তি ক্রমাগত হ্রাস পায়