উঁচু তাকে রাখা এক সেট বই তুমি যখন হাত দিয়ে নিচে নামাবে, তখন-
i. তোমার দ্বারা কৃতকাজ ধনাত্মক
ii. অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ ধনাত্মক
iii. বইটি তোমার হতে শক্তি নিয়ে নেয়
নিচের কোনটি সঠিক?
একই এককবিশিষ্ট রাশি যুগল হলো-
i. কাজ ও শক্তি
ii. দ্রুতি ও বেগ
iii. ভার্নয়ার ধ্রুবক ও স্তূগজের ন্যূনাঙ্ক
কোনো গতিশীল বস্তুর গতিশক্তি চারগুণ হবে, যদি-
i. বেগ দ্বিগুণ হয়
ii. বেগ ও ভর উভয়ই দ্বিগুণ হয়
iii. বেগ দ্বিগুণ ও ভর অর্ধেক হয়
কোনো বস্তুর গতিশক্তি ৭ গুণ করতে-
i. 9 গুণ কাজ করতে হবে
ii. বেগ ও গুণ করতে হবে
iii. দূরত্ব 9 গুণ করতে হবে
কোনো বস্তুর গতিশক্তি চারগুণ হবে যদি-
i. ভর চারগুণ করা হয়
ii. বেগ দ্বিগুণ করা হয়
iii. ভর দ্বিগুণ করা হয়
স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভূমি স্পর্শ করার মুহূর্তে-
i. সমস্ত শক্তিই বিভবশক্তি
ii. সমস্ত শক্তিই গতিশক্তি
iii. বিভবশক্তি শূন্য
নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি E এবং বেগ হলে-
i. E ∞ v2
ii. E ∞ v
iii. E ∞ v
গাছ থেকে আম নিচের দিকে পড়তে থাকলে-
i. গতিশক্তি বৃদ্ধি পায়
ii. বিভবশক্তি হ্রাস পায়
iii. মোটশক্তি অপরিবর্তিত থাকে
পতনশীল বস্তুর ক্ষেত্রে-
ⅰ. গতিশক্তি ক্রমাগত বৃদ্ধি পায়
ii. ত্বরণ ক্রমাগত বৃদ্ধি পায়
iii. স্থিতিশক্তি ক্রমাগত হ্রাস পায়
নবায়নযোগ্য শক্তির উৎস-
i. জোয়ার ভাটা
ii. সৌরশক্তি
iii. বায়োগ্যাস
নবায়নযোগ্য শক্তি হচ্ছে-
i. বায়ুশক্তি
ii. বায়ো ফুয়েল
iii. কয়লা
ii. বায়োগ্যাস
iii. সমুদ্রস্রোত
কোনগুলো নবায়নযোগ্য শক্তি?
i. কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল
ii. আলোক শক্তি, বায়ু শক্তি, ভূ-তাপ শক্তি
iii. সমুদ্রের জোয়ার ভাটা, বায়োমাস
সৌরশক্তির সাহায্যেই-
i. জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়
ii. সরাসরি তড়িৎ শক্তি পাওয়া যায়
iii. ক্যালকুলেটর, পকেট রেডিও, ইলেকট্রনিক ঘড়ি ইত্যাদি চালানো যায়
নিউক্লিয়ার রি-অ্যাকটরে-
i. কন্ট্রোল রড থাকে
ii. বিপুল পরিমাণ তাপ শক্তি নির্গত হয়
iii. জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহৃত হয়
ইউরেনিয়াম-235 এ -
i. 92 টি প্রোটন থাকে
ii. 143 টি নিউট্রন থাকে
iii. পারমাণবিক সংখ্যা 92
একটি ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ -
i. 200 MeV
ii. 1.6 × 10-19 eV
iii. 3.2 × 10-11J
কোন যন্ত্র দ্বারা 5 kg ভরের একটি বস্তুকে 2 মিনিটে 15m উচ্চতায় উঠানো হলো-
i. অভিকর্ষ বলের দ্বারা কৃতকাজ ধনাত্মক
ii. বস্তুর বিভর শক্তির পরিবর্তন 75 J
iii. যন্ত্রের কার্যকর ক্ষমতা 6.125 W
এশার ভর 50 kg। 10 kg ভরবিশিষ্ট একটি ব্যাগ নিয়ে প্রতিটি 20 cm উঁচু সিঁড়ি বিশিষ্ট 50টি সিঁড়ির উপরে তার শ্রেণিকক্ষে গেল। এতে তার সময় লাগল 1 মিনিট। তার ক্ষমতা কত?
50 kg ভরের একটি বস্তুকে 10 ms-1 বেগে কোন ভবনের ছাদে উঠতে হলে কত ক্ষমতার ক্রেন লাগবে?