ইউরেনিয়ামের অর্ধায়ু কত বছর?
কত বর্গ কি.মি. এলাকায় সূর্যের আলো থেকে তাপ হিসেবে প্রায় 5000 MW শক্তি পাওয়া যাবে?
নিউক্লিয় বিক্রিয়ায় কোনটির সাথে নিউট্রনের বিক্রিয়া ঘটানো হয়?
200 MeV = ?
100g ভরের সমতুল্য শক্তি কত eV হবে?
কাজ সম্পন্নকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে কী বলে?
কোনো যন্ত্র, ব্যক্তি বা উৎস দ্বারা একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ আমাদের ধারণা দেয়-
ক্ষমতা কী ধরনের রাশি?
নিচের কোনটি বল ও বেগের গুণফল?
ক্ষমতার একক কোনটি?
ক্ষমতার মাত্রা কোনটি?
কোন রাশি যুগলের মাত্রা ভিন্ন?
500 W ক্ষমতার একটি তড়িৎ মোটর দ্বারা 10 sec -এ একটি 15 kg ভরের বস্তুকে 20 m উচ্চতায় তোলা হলো। শক্তির অপচয় কত?
40 kg ভরের এক বালক 12 s-এ 6 m উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত ওয়াট হবে?
একটি যন্ত্র 200 কেজি ভরের বস্তুকে মাটি থেকে 50m উচ্চতায় 50 s সময়ে তুলতে পারে। যন্ত্রটির ক্ষমতা কত? [g=10ms-2]
40 kg ভরের তুহিন 0.5 m s-1 বেগে চারতলার ছাদে পৌছালো। তার ক্ষমতা কত?
500 kg ভরের একটি লিফট 0.20 m s-1 বেগে উপরের দিকে উঠে। কত অশ্বক্ষমতার মোটর ব্যবহৃত হয়?
70 kg ওজনের এক জন ব্যক্তি 5 মিনিটে 100 m উঁচু পাহাড়ে উঠে, তার ক্ষমতা কত ওয়াট? [g = 9.8 ms-²]
দশম শ্রেণির ছাত্র মাহির 50 kg চালের বস্তা নিয়ে 0.5 m s-1 বেগে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে। তার ক্ষমতা কত?