আজিম সাহেব এ কাজের ফলে—
i. আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন
ii. পদোন্নতি পাবেন
iii. জান্নাত লাভ করবেন
কবরে ফেরেশতারা মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করবেন?
কাতিবে ওহি লেখক ছিলেন কতজন?
সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কী?
ইসলামি অর্থ ব্যবস্থায় জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য নির্ভর করে—
সাওম (রোজা) ঢাল স্বরূপ"। কেন না তা-
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
বিশ্বের সকল ধনী মুসলমান নির্ধারিত সময় কাবা শরিফে একত্রিত হয়ে নির্ধারিত পদ্ধতি অনুসারে বিশেষ ইবাদত পালন করেন।
উদ্দীপকে বর্ণিত ইবাদতটি হলো—
হজের মাধ্যমে মানুষ—
i. বিশ্বভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়
ii. সাম্যের প্রশিক্ষণ পায়
iii. নিষ্পাপ হয়
নিচের কোনটি সঠিক?
ইসলাম কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত?
বর্তমান আধুনিক বিশ্বের জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন শান্তিসংঘ হিলফুল ফুযুলের কাছে অনেকাংশে ঋণী। কারণ এর মাধ্যমে—
i. গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি স্থাপিত হয়।
ii. দাস-দাসী প্রথা বিলুপ্ত হয়
iii. অত্যাচারিত ব্যক্তি সাহায্যপ্রাপ্ত হয়
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আঃ আজিজ সাহেব কুরআন-হাদিস অনুযায়ী জীবন যাপন করেন। তিনি স্ত্রীর প্রতি সদয় আচরণসহ তার কাজের লোকেরা কোনো অন্যায় করলে তা ক্ষমার দৃষ্টিতে দেখেন।
জনাব আঃ আজিজ সাহেবের আচরণে ইতিহাসের কোনটির শিক্ষা প্রতিফলিত হয়েছে?
উক্ত ঘটনা অনুসরণ করলে আমাদের দেশ ও জাতী—
i. সমৃদ্ধি অর্জন করবে
ii. উন্নত ও সুন্দর হবে
iii. দারিদ্র্য ও অভাবমুক্ত হবে
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও : রিহান সাহেব তার কর্মস্থলে জনসাধারণের কাজ করে দিয়ে বিনিময়ে অতিরিক্ত অর্থ নিয়ে বিলাসী জীবনযাপন করেন।
রিহান সাহেবের অর্থ নেওয়ার কাজটি কীসের অন্তর্ভুক্ত?
রিহান সাহেবের কাজের পরিণতি
i. আল্লাহর অভিসম্পাত
ii.অভিনব শাস্তি প্রদান
iii. নবি করিম (স.) এর অভিসম্পাত
“প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করা" কীসের অন্তর্ভুক্ত?
হযরত মুহাম্মদ (স.) এর চারিত্রিক গুণাবলি পর্যবেক্ষণ করার জন্য হযরত খাদিজা (রা.) কাকে সিরিয়ায় পাঠান?
জনাব আনিছ এক সমাজকর্মী অর্থনৈতিক ক্ষমতা অর্জনের পাশাপাশি তার ইচ্ছা মানুষ ও শত পাখির সেবা করা এবং বিভিন্ন প্রকার দূষণ থেকে পরিবেশকে রক্ষা করা। জনাব আনিছ নিজ অভিপ্রায় পূর্ণ করতে পারলে অর্জন করবেন
i.আত্মতৃপ্তি
ii.সওয়াব
iii.পুরস্কার
জনাব আনিছের ইচ্ছা পূরণ করতে হলে তাকে করতে হবে
জাহেলিয়াতের যুগে আরবদের কোন দিকটি প্রশংসার দাবি রাখে?
মহানবি (সঃ) এর দাদার নাম কী?