ওজনে কম দেওয়া এক ধরনের—
যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কী বলে?
হযরত আবু বকর (রা.) কে ইসলামের ত্রাণকর্তা বলা হয়—
কোথায় আঞ্চির ও যায়তুন বেশি উৎপাদিত হয়?
মক্কা বিজয়ের দিন মহানবি (স.) এর প্রতিশোধ না নেওয়ার দ্বারা কোন বিষয়টি প্রতিফলিত হয়?
মহানবি (স.) বলেন “আমি শেষ নবি, আমার পরে কোনো নবি আসবে না।”—এটি কোন প্রকারের হাদিস?
জনাব 'গ' একটি শিল্পকারখানার মালিক। শ্রমিকরা প্রতিবছর তার নিকট ঈদ বোনাস দাবি করলে প্রতি বছরই তিনি আগামী ঈদে বোনাস দিবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু ঈদ আসলে তিনি তা বেমালুম ভুলে যান।
জনাব 'গ' এর কর্মকাণ্ড কীসের লঙ্ঘন?
“শল্য চিকিৎসার দিশারী খ্যাত" কোন বিজ্ঞানী মাত্র দশবছর বয়সেই কুরআন হিফজ করেছিলেন?
হযরত উমর (রা.) দক্ষ শাসক ছিলেন। কারণ তিনি ---
i. গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন
ii. কৃষি উন্নয়নের জন্য খাল খননের ব্যবস্থা করেন
iii. শাসকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সুযোগ দেন
নিচের কোনটি সঠিক?
ইমান শব্দের অর্থ কী?
সিলমুন' অর্থ কী?
চরম জুলুম কোনটি?
কোন ইবাদত মানুষকে বিশেষভাবে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে?
মদিনা সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়গুলো হলো —--
i. ইহুদি ও খ্রিস্টান
ii. কুরাইশ ও কায়েস
iii. মুসলিম ও পৌত্তলিক
মি. 'ক' মনে করে বৃষ্টিবর্ষণের জন্য আল্লাহ তায়ালার ইসরাফিল (আ.) এর সাহায্য প্রয়োজন হয়।
"মি. 'ক' এর মানসিকতায় কী লঙ্ঘিত হয়"?
ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কোনটি?
মুহাম্মদ (স.) এর কোন বিষয়টি হযরত খাদিজা (রা.) -কে মুগ্ধ করেছিল?
অন্যের উন্নতি ও সুখ ধ্বংস কামনা করাকে কী বলে?
হজের আনুষ্ঠানিকতা শুরু হয় কীসের দ্বারা?
জনাব 'ক' একটি অফিসের কর্মকর্তা। তিনি সেবা প্রার্থীদের নিকট থেকে বাড়তি অর্থ আদায় করেন।
জনাব 'ক' এর কাজটি কী হিসাবে গণ্য হবে?