যিনি তাকওয়া অবলম্বন করেন, তাকে কী বলে?
মহানবি হযরত মুহাম্মদ (স.) এর ধাত্রী মায়ের নাম কী?
জাহিদ ও তার বন্ধুদের ভূমিকাটি কীসের শামিল?
শফিকের কর্মকাণ্ডের ফলে সে----
i. মানুষের আস্থা হারাবে
ii. ইমান হারা হবে
iii. দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত হবে
নিচের কোনটি সঠিক?
মি. 'ক' শরিয়তের কোন বিধান লঙ্ঘন করেন?
মি. 'খ' এর করণীয় হলো—
i. সাহু সেজদা দেওয়া
ii. পুনরায় সালাত আদায় করা
iii. বাকী সালাত শেষ করা
হাদিসের আলোকে আল্লাহ তালা কাকে সাহায্য করে থাকেন?
ঈদের সালাতের বিধান কি?
ঈলম শব্দের অর্থ কি?
হজ্জের ওয়াজিব কয়টি?
কর্মচারীদের হয়রত মুহাম্মদ (সঃ) দৈনিক কতবার ক্ষমা করতেন?
জনাব সাইফুদ্দিন জনগণের ভোটে ইউপি সদস্য নির্বাচিত হলেন। তিনি তার কর্মকাণ্ডে আদর্শ শাসক হতে চান। এখন তার গ্রহণ করা উচিত----
“নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী” উক্তিটি কোন সূরা হতে নেওয়া হয়েছে?
ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি কী?
আত্-তীন শব্দের অর্থ কী?
“আমি শেষ নবি, আমার পর কোনো নবি আসবেনা” উক্তটি কোথায় এবং কখন করা হয়েছে?
“পরস্পর কল্যাণ কামনাই হলো দিন” এর বিপরীত কামনা করা কী?
কোনো ব্যক্তি যদি সৎ কাজ করে, তাহলে তার প্রাপ্তি হবে—
আব্দুল মান্নান একমাত্র মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে। এটি সে কিসের মাধ্যমে বুঝতে পারবে?
জনাব 'ক' ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার কিছু লোকের ঠাট্টা-বিদ্রূপে শারিরীক ও মানসিক নির্যাতনের পরও মহানবী (সঃ) এর আদর্শের উপর অটল ছিলেন। সেগুলো হলো—
i. আত্মত্যাগ
ii. ধৈর্য i
ii. সহিষ্ণুতা