জনাব সালেহ একজন অবাধ্য, পাপী ও হতাশাগ্রস্ত ব্যক্তি। যে কোনো অনৈতিক কাজ সে বিনা দ্বিধায় করে। সুতরাং ইসলামের দৃষ্টিতে তিনি-
আসকান সাহেব সর্বদা এমন তাসবিহ পাঠ করেন, যা আল্লাহর নিকট খুবই প্রিয়। উচ্চারণে সহজ, দাঁড়িপাল্লায় খুবই ভারী। তাসবিহটি পাঠ করার ফলে, আসকানের কিয়ামতের দিন ভারী হবে—
নিরাপদ নগরী বলতে বুঝানো হয়েছে—
আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করলে-
i. আল্লাহ খুশি হন
ii. আল্লাহ সফলতা দান করেন
iii. আল্লাহ অধিক পরিমাণ প্রতিদান দেন
নিচের কোনটি সঠিক?
যে হাদিসের সনদ সাহাবি পর্যন্ত পৌঁছে শেষ হয়ে গেছে, তাকে বলা হয়—
মহানবি (স.) অধীনস্ত একজন কর্মচারীকে দৈনিক কতবার ক্ষমা করার কথা বলেছেন?
কোন গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয়?
মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয়—
কোনটির বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়?
রহিমের মায়ের কাজটি কোন সূরার শিক্ষার পরিপন্থী?
তার এই কাজটি ----
i. দীনকে অস্বীকারের শামিল
ii. কাফির মুনাফিকদের কাজ
iii. ইয়াতিমদের প্রতি অবহেলা
উদ্দীপকে "?" চিহ্নিত স্থানে কী বসবে?
চিত্রের মূল বিষয়ের সাথে ইসলামের সম্পর্ক হলো-
i.একে অপরের পরিপূরক
ii.গাছের মূল ও শাখা-প্রশাখার ন্যায়
iii. দা-কুমড়ার সম্পর্ক
শফিকের দাদা কোন ইবাদতটি পালন করার নিয়ত করেছেন?
উক্ত ইবাদতের ফলে তিনি—
i. সম্প্রীতি ও সৌহার্দ্যবোধে উদ্বুদ্ধ হতে পারবেন।
ii. ধনী-দরিদ্রের বৈষম্য রোধে ভূমিকা রাখতে পারবেন
iii. বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সহায়তা করতে পারবেন
ইসলামের মূল কথা হলো-
i.আল্লাহ তায়াল এক ও অদ্বিতীয়
ii.আল্লাহ তায়ালা পালনকর্তা
iii.আল্লাহর তূল্য কেউ নেই
শাকের ইসলামের মৌলিক ইবাদতসমূহ অস্বীকার করে
ইসলামের দৃষ্টিতে তাকে কী বলা যায়?
জামিউল কুরমান বা কুরান একত্রকারী কাকে বলা হয়?
সুন্নাহ শরীয়তের কততম উৎস
আজিম সাহেব ইসলামের কোন্ বিষয়টি অনুসরণ করেছেন?