ইমান কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এমন ইবাদত কোনটি?
ধর্মীয় শিক্ষক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বলেন, "সর্বদা আমানত রক্ষা করবে" শিক্ষকের এ বক্তব্য মহানবী (সা ) এর কোন ভাষণের সাথে সাদৃশ্যপুর্ন-
তোহফা হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধলেন। তিনি হজ্বের কোন্ আহকামটি পালন করলেন?
"আল জুদারি ওয়াল হাসবাহ" গ্রন্থটি কার লেখা?
ইবনে সিনা
ইবনে রুশাদ
আল- রাযি
আল- বিরুনি
সাওমকে ঢাল বলা হয়েছে কেন?
যাকাতকে সেতু বন্ধ বলা হয়, কারণ এটি ---
i. ধনী-গরিবের মাঝে সুসম্পর্ক তৈরি করে
ii.ধনী-গরিবের মাঝে আর্থিক সমতা বিধান করে
iii.যাকাত দাতার সম্পদকে পবিত্র করে
নিচের কোনটি সঠিক?
সিলমুন শব্দের অর্থ কী-
শরিয়তের সর্বশেষ পূর্ণাঙ্গ রূপ কোনটি?
ঈমান
ইসলাম
তাওহিদ
রিসালাত
ইসলাম হলো-
i. অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ
ii. শান্তির ধর্ম
iii. সার্বজনীন ধর্ম
"কোনো কিছু তার সদৃশ নয়" উক্তিটি যারা কীসের ঘোষণা দেওয়া হয়েছে?
মুসলিম মনিষীর শরিয়তের বিষয়বস্তকে কয়টি ভাগে ভাগ করেছেন ?
“আপনি কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে- সুস্পষ্টভাবে আয়াতটি দ্বারা কী বুঝানো হয়েছে ?
"শানে নুযুল' অর্থ কী?
আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করাকে কী বলে?
ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমলের নাম—
হাসিব মনে করে মহান আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনিই একমাত্র আমাদের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। হাসিবের চেতনায় ফুটে উঠেছে
মুসলিম মনীষীগণ শরিয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন?
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও : শায়লা ব্যাংকে চাকরি করেন। তিনি সুরুচিপূর্ণ পোশাক পরিধান করে অফিসে যান। কথাবার্তা, চালচলনে ভদ্র আচরণ করেন।
শায়লার মধ্যে নিচের কোনটির পরিচয় পাওয়া যায়?
তাঁর ঐ আচরণের ফলে—
i. মানসম্মান সুরক্ষিত থাকবে
ii. সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে
iii. পরকালীন সফলতা লাভ করবে
'মদিনা সনদ' এর মোট ধারা ছিল কয়টি?