নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও : শায়লা ব্যাংকে চাকরি করেন। তিনি সুরুচিপূর্ণ পোশাক পরিধান করে অফিসে যান। কথাবার্তা, চালচলনে ভদ্র আচরণ করেন।
শায়লার মধ্যে নিচের কোনটির পরিচয় পাওয়া যায়?
ইসলাম শিক্ষার মূল উৎস কয়টি?
“সুসংবাদ ঐ ব্যক্তির জন্য যাকে ইসলামের দিকে হিদায়াত করা হয়েছে, তার প্রয়োজনমাফিক জীবনোপকরণ আছে এবং সে এতে তুষ্ট রয়েছে।”— কে বলেছেন?
নেককার বান্দাদের জন্য চিরশান্তির স্থান কোনটি?
“নিশ্চয় আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবনব্যবস্থা” । কুরআনের কোন সুরায় বর্ণিত আছে?
আবু হানিফা কত সালে ইন্তিকাল করেন?